ভারত

রিজওয়ানের প্রার্থনায় কোহলি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:38 বৃহস্পতিবার, 12 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনটি গোল্ডেন ডাক মেরেছেন বিরাট কোহলি। আসরজুড়েই ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটার। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটেও দীর্ঘদিন বড় ইনিংসের দেখা পাচ্ছেন না তিনি। সবমিলিয়ে বাজে সময় পার করছেন ভারতের সাবেক এই অধিনায়ক। এমন খারাপ সময় কাটিয়ে ওঠতে কোহলির জন্য প্রার্থনা করছেন এবার মোহাম্মদ রিজওয়ান।

আন্তর্জাতিক ক্রিকেটে গত দুই বছরের অধিক সময় ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না কোহলি। অথচ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার আন্তর্জাতিক শতকের সংখ্যা ৭০ টি। আর তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে তার রান প্রায় ২৪ হাজার।

আইপিএলেও কোহলির রেকর্ড বেশ সমৃদ্ধ। কিন্তু এবারের আসরে একেবারেই অচেনা তিনি। এখনও পর্যন্ত ১২ ম্যাচে প্রায় ২০ গড়ে ২১৬ রান করেছেন তিনি। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটা ৫৩ বলে ৫৮ রানের।

রিজওয়ান বলেন, ‘কঠিন সময় আসে। আবার সবকিছু সহজও হয়ে যায় একসময়। সব খেলোয়াড়ই শতক করে, আবার জোড়া শূন্যও পায়। কিন্তু জীবন চলতে থাকে। আমি তার জন্য শুধু প্রার্থনাই করতে পারি। আশা করছি, কঠিন পরিশ্রমের মাধ্যমে সে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে।’

১৫ বছরের আইপিএলের ক্যারিয়ারে এবারই প্রথম এক আসরে তিনবার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। কোহলি মনে করেন, ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মুদ্রার দুই পিঠই দেখছেন তিনি।

কোহলি বলেন, ‘প্রথম বলে আউট, দ্বিতীয় আউটটির পর আমি বুঝতে পেরেছি, এটা কেমন লাগে। আমার ক্যারিয়ারে এমনটা এর আগে কখনো ঘটেনি। আমার এখন সবকিছু দেখা হয়ে গেছে। অনেক দিন হলো, এ খেলার সব পিঠই আমি দেখে ফেলেছি।’