ইংল্যান্ড

হাসান কিংবদন্তি, তার কাছ থেকে শিখছি: অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 11 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন হাসান আলী। একই দলের হয়ে খেলছেন জেমস অ্যান্ডারসন। প্রথমবার হাসানকে সতীর্থ হিসেবে পেয়ে তার কাছ থেকে নতুন কিছু শিখছেন এই ইংলিশ পেসার। অ্যান্ডারসনের মতে, হাসান একজন সত্যিকারের কিংবদন্তি।

পাকিস্তানের জার্সিতে লাল বলের ক্রিকেটে অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন হাসান। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই গতি আর সুইং দিয়ে নজর কেড়েছেন এই পেসার। মূলত গতি আর নিখুঁত লাইন-লেন্থই হাসানের মূল শক্তির জায়গা বলে মনে করেন অ্যান্ডারসন।

তিনি বলেন, 'হাসান একজন সত্যিকারের কিংবদন্তি, দারুণ একজন বোলার এবং মানুষ। সে জোরে বোলিং করতে পারে এবং সে এটা প্রত্যেক বলে করে থাকে। তার সঙ্গে বোলিং করাটা দারুণ ব্যাপার।'

নতুন কোনো পেসারকে সতীর্থ হিসেবে পেলে তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকে বলে মনে করেন অ্যান্ডারসন। এবার হাসানকে সতীর্থ হিসেবে পেয়ে তার কাছ থেকে শিখছেন এই অভিজ্ঞ পেসার। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও  নিজের অস্ত্র ভান্ডার আরও মজবুত করতে চান তিনি।

তিনি বলেন, 'আপনি যার সঙ্গে এর আগে কোনো দিন খেলেননি, তার থেকে আপনি শিখতে পারবেন। তাদের থেকে ভিন্ন কিছু দেখতে পারবেন। সে আমার কাছে জানতে চেয়েছে, আমি কি করি এবং আমিও তাকে দেখছি, তার কাছ থেকে শিখছি।'

কাউন্টি চ্যাম্পিশনশিপের প্রথম বিভাগ ক্রিকেটের চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী এখন হাসান। তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে ৪ ম্যাচের ৮ ইনিংসে এখনও পর্যন্ত ২৪ উইকেট শিকার করেছেন এই পাকিস্তানি পেসার।