Connect with us

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

করোনায় আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না প্রথম টেস্টে


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। এই সিরিজে ছিল না কোন জৈব সুরক্ষা বলয় বা বড় কোন বিধিনিষেধ। তবে প্রথম টেস্টের অনুশীলন শুরুর আগে করোনা নেগেটিভ হয়েছিলেন সেখানে যাওয়া ক্রিকেটাররা। তবে সেখানে দলের সঙ্গে যাননি সাকিব ও মোসাদ্দেক হোসেন।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব বাড়তি ছুটি নিয়েছিলেন ২দিনের। সেই ছুটি শেষে মঙ্গলবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু করোনা যেন বড় বাধা হয়ে দাঁড়াল সাকিবের মাঠে ফেরায়।

আসন্ন এই সিরিজের করোনাবিধি অনুযায়ী কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলে থাকতে হবে ৫দিনের আইসোলেশনে। তাই ১০ তারিখ করোনা পজিটিভ আসায় সাকিবের আইসোলেশন শেষ হবে ১৪ তারিখ। তাছাড়া পরেরবার করোনা পরীক্ষায় নেগেটিভ হলেও ম্যাচ ফিটনেসের বিষয়ও আছে।

তাই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। ক্রিকফ্রেঞ্জিকে মনজুর হোসেন বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’

সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

সর্বশেষ

১ জুলাই, শুক্রবার, ২০২২

গিলকে উইকেটের মূল্য বোঝার পরামর্শ দিলেন শাস্ত্রী

১ জুলাই, শুক্রবার, ২০২২

নাঈমের ৫ উইকেট, সৌম্যর সেঞ্চুরি মিসের আক্ষেপ

১ জুলাই, শুক্রবার, ২০২২

সুইপে সর্বনাশ, তবু সুইপেই ঔষধ খুঁজছেন সিলভারউড

১ জুলাই, শুক্রবার, ২০২২

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই স্টোকস-বেয়ারস্টো

১ জুলাই, শুক্রবার, ২০২২

হেরাথ-কপিলদের ছাড়িয়ে সেরা দশে লায়ন

১ জুলাই, শুক্রবার, ২০২২

বুমরাহকে অধিনায়কত্ব দেয়া ঠিক হয়নি, দাবি ওয়াসিম জাফরের

১ জুলাই, শুক্রবার, ২০২২

ওয়ারউইকশায়ারে খেলবেন ক্রুনাল পান্ডিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

এজবাস্টনে ৩০ পেরোলেই সেঞ্চুরি হাঁকাবে কোহলি: ভন

১ জুলাই, শুক্রবার, ২০২২

স্পিনে নাকাল শ্রীলঙ্কা, ৪ বলে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

১ জুলাই, শুক্রবার, ২০২২

পিসিবির নতুন চুক্তিতে বাড়তি ভাতা পাবেন বাবর

আর্কাইভ

বিজ্ঞাপন