ভারতীয় ক্রিকেট

‘চাহালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে বাধা নেই’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 মঙ্গলবার, 10 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে যুবেন্দ্র চাহালকে দল থেকে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সুযোগে সাড়ে ৬ কোটি রুপিতে চাহালকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। রাজস্থানের জার্সিতে এবারের টুর্নামেন্টটা নিজের মতো করে রাঙাচ্ছেন ভারতীয় এই লেগস্পিনার।

চলতি আইপিএলে ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন চাহাল। ১১ ম্যাচে ২২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারী বোলার তিনি। ইকোনমিও ৭.২৫!

চাহালের এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ শন পোলক। এই লেগস্পিনারকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে দেখছেন পোলক।

ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার বলেন, 'কোনো সন্দেহ নেই যে যুবেন্দ্র ফর্মে ফিরেছে। সে চেনা রুপে ফিরছে। তার পদক্ষেপে হালকা বাউন্স দেখতে পাবেন। তার ডেলিভারিগুলোও ভালো হচ্ছে। আমার মনে হয় পরবর্তী বিশ্বকাপে যেতে তার আর কোনো বাধা নেই।'

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা পাননি চাহাল। তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে তাতে চাহালেরই দায় দেখছেন পোলক। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই লেগস্পিনারের ফর্ম ভালো ছিল না বলে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডার।

এই ব্যাপারে পোলকের বক্তব্য, 'সত্যি বলতে, গত বিশ্বকাপের আগে যুবেন্দ্র ফর্মের ধারেকাছেও ছিল না। সে ফর্মহীন ছিল। সে ফ্ল্যাট ডেলিভারি দিত। সে বাতাসে বল ভাসাতে পারত না। সে তার ছন্দ হারিয়ে ফেলেছিল।'