আইপিএল

ধোনির টোটকায় সফল কনওয়ে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:49 সোমবার, 09 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৯ বলে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে দল জিতিয়েছেন ডেভন কনওয়ে। দারুণ ইনিংস খেলার কৃতিত্ব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দিচ্ছেন কিউই এই ওপেনার।

দিল্লির বিপক্ষে খেলা কনওয়ের ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কার মার। এ নিয়ে টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন কনওয়ে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অপরাজিত ৮৫ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।

দিল্লির বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ধোনিকে কৃতিত্ব দিয়ে কনওয়ে বলেন, ‘ভালো খেলার কৃতিত্ব অধিনায়ক ধোনিকে দিতে হবে। আগের ম্যাচে আমি অনেক বেশি সুইপ খেলেছিলাম। আমি রান পেয়েছি। যদিও সুইপ খেলতে গিয়েই আউট হয়েছিলাম।’

ধোনি এই ম্যাচের আগে আমাকে বলেছিলেন, “আমার মনে হয় ওরা আজ তোমাকে অনেক বেশি ফুল লেন্থে বোলিং করবে। সুতরাং সামনে এসে খেলার চেষ্টা করো, সোজা ব্যাটে মারো।” আমি কেবল সেটাই করার চেষ্টা করেছি।’

চেন্নাই সুপার কিংসের আরেক ওপেনার রুতুরাজ গাইকোয়াড়ের সঙ্গে কনওয়ের জুটি ইতোমধ্যেই দারুণ জমে গেছে। আসরের শুরুতে কনওয়ে সেভাবে সুযোগ না পেলেও বর্তমানে নিয়মিতই ওপেন করছেন কনওয়ে।

টানা তিন ম্যাচে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছেন রুতুরাজ ও কনওয়ে। এর মাঝে দুটি জুটি শতক ছাড়িয়ে গেছে তাদের। দিল্লির বিপক্ষে ম্যাচটিতেও তারা ১১০ রানের জুটি গড়েন। এই জুটিই চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয়।