আইপিএল

‘ভারতের জন্য সব রান জমা রাখছেন কোহলি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:40 সোমবার, 09 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে এখন পর্যন্ত তিনবার 'গোল্ডেন ডাক' মেরেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের এমন অফফর্মে চিন্তিত সুনীল গাভাস্কার।

সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে ৮ মে'র ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান তোলে বেঙ্গালুরু। অথচ এমন ব্যাটিং উইকেটেও গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।

কোহলিকে শুন্য রানে ফিরতে দেখে স্টার স্পোর্টসের অনুষ্ঠানে মজা করে গাভাস্কার বলেন, 'আমার জন্য বাড়তি পাওনা হচ্ছে, সব রান ভারতের জন্য জমা রাখছে সে। সামনে ভারতের ব্যস্ত সূচি। সেই সময়ের জন্য রানগুলো জমা থাকছে।'

যদিও গাভাস্কারের মতে কোহলি যেহেতু শুরুতেই ফিরে গেছেন, তাই তাকে নিয়ে তেমন কিছু বলার সুযোগ নেই। কেননা উইকেটের কন্ডিশন বোঝার আগেই মাঠ ছাড়েন তিনি।

ম্যাথু হেইডেনের সঙ্গে আলোচনায় গাভাস্কার আরও বলেন, 'আমার মনে হয় কেউ যখন প্রথম বলে আউট হয়, তখন সেটা বিচার করা খুব কঠিন। কেননা কেউ যখন লম্বা সময় ধরে ব্যাটিং করে আপনি বলতে পারবেন তার পা নড়েনি অথবা মনঃসংযোগ ছিল না। তবে কেউ যখন প্রথম বলেই আউট হয়ে যায়, তখন তেমন কিছু বলার সুযোগ নেই।'

১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৫ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন পাঁচ উইকেট। বেঙ্গালুরু ম্যাচটি জিতে ৬৭ রানে।