ভারতীয় ক্রিকেট

‘কুল-চা’ ফিরিয়ে আনতে বললেন হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:13 রবিবার, 08 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালের কেউই জায়গা পাননি ভারতের স্কোয়াডে। যা অনেককে অবাক করে দিয়েছিল। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই দুই রিস্ট স্পিনার রাঙাচ্ছেন নিজের মতো করে।

চলতি আইপিএলে কুলদীপ খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আর চাহাল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে দুজনই এগিয়ে যাচ্ছেন পাল্লা দিয়ে।

আইপিএলে এই 'কুল-চা' জুটির দুর্দান্ত পারফরম্যান্স দেখে ভক্ত সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞরা রীতিমতো মুগ্ধ। তারা ভারতীয় জার্সিতে এই দুজনকে দেখার আশাবাদ ব্যক্ত করেছেন। যাদের দলে আছেন হরভজন সিং। একই সঙ্গে সাবেক ভারতীয় অফ স্পিনার এই দুজনকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের কাছে প্রশ্ন রেখেছেন।

হরভজন বলেন, 'আমি জানি না কেন তারা (নির্বাচক) জুটিটি ভেঙ্গে দিয়েছিল। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আপনাদেরকে 'কুলচা' ফিরিয়ে আনতে হবে, কুলদীপ এবং যুবেন্দ্র। আমার মতে, তারা ভারতের হয়ে দুর্দান্ত খেলছে। যখন তারা একসঙ্গে খেলত, তারা মিডল ওভারে উইকেট নিত। সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে বা যে সংস্করণেই হোক না কেন। একসঙ্গে খেলেই তারা বেশি সফল ছিল।'

চলতি বছর অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক মৌসুম। যেখানে স্পিনাররা খুব একটা সুবিধা পাবেন না বলে ধারণা করা হচ্ছে। তবে কুলদীপ-চাহাল জুটিকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং দেখতে চান হরভজন।

এই ব্যাপারে সাবেক ভারতীয় অফস্পিনারের ভাষ্য, 'তাদের (কুলদীপ-চাহাল) অস্ট্রেলিয়ায় বোলিং করতে দেখলে ভালোই লাগবে। মাঠগুলো বড় এবং তারা দুজনই যোগ্যতাসম্পন্ন। উইকেট নেয়ার চিন্তাই তাদের সবসময় থাকে।'