কাউন্টি ক্রিকেট

রিজওয়ানকে বললেন আফ্রিদি, ‘আমি কি তাহলে অবসর নিয়ে নেব?’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 07:05 মঙ্গলবার, 03 মে, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ কাউন্টি শুরুর দুই ম্যাচ হতাশাজনক পারফর্ম করলেও তৃতীয় ম্যাচে হেসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট। গড়েন চেতশ্বর পুজারার সঙ্গে বড় জুটিও। তবে এই ম্যাচে রিজওয়ান ব্যাটিংয়ের চেয়ে বেশি আলো কেড়েছেন কিপিং নয়, বরং বোলিং দিয়ে! উল্টো তাকে বল করতে দেখে খুনসুটিতে মেতেছেন সতীর্থ শাহীন শাহ আফ্রিদি।

জাতীয় দলের সতীর্থ রিজওয়ানকে বোলিং করতে দেখে আফ্রিদি বলেই বসেছেন, ‘আমি তাহলে অবসর নিয়ে নিই?’ তবে পাকিস্তানের এই পেসার কথাটি বলেছেন মজা করেই। সাসেক্সের এক টুইটে আফ্রিদি এমন মন্তব্য করেছেন সম্প্রতি।

ডারহামের সঙ্গে সাসেক্সের চার দিনের ম্যাচটি নিশ্চিত ড্রর দিকে এগোচ্ছিল। এ কারণেই হয়তো সাসেক্সের অধিনায়ক টম হেইন্স দুই ওভারের জন্য হাত ঘোরাতে দিয়েছিলেন রিজওয়ানকে। যেখানে ২ ওভার বোলিং করেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।

রিজওয়ানের মিডিয়াম পেসের ১২ বল থেকে মাত্র ৫ রানই নিতে পেরেছে ডারহাম। একবার তো উইকেট পাওয়ার মতো একটি বলও করেছেন রিজওয়ান। বাউন্স বলে ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠলেও তা ফিল্ডারের তালুবন্দি হয়নি। সাসেক্স তাদের টুইটারে রিজওয়ানের বোলিংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘সবই করছে সে।’

সাসেক্সের সেই টুইটেই আফ্রিদি মন্তব্য করেছেন, ‘রিজ্জি ভাই, আমি কি তাহলে অবসর নিয়ে নেব। আপনি এটা কী করছেন? আমার জন্যও কিছু কাজ রাখেন।’ রিজওয়ান অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগেও বোলিং করেছেন। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ইনিংসে বোলিং করে ৪ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ১০ রানে ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভার বোলিং করার অভিজ্ঞতা আছে রিজওয়ানের, একটি উইকেটও পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে ব্যাট হাতে নিজের কাজটা মোটামুটি ভালোই করেছেন রিজওয়ান। ডারহামের ২২৩ রানের ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ৯৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলে সাসেক্স। এরপর ভারতের চেতেশ্বর পূজারা ও রিজওয়ানের ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটিতে প্রথম ইনিংসে সাসেক্স তোলে ৫৩৮ রান। রিজওয়ান ৭৯ ও পূজারা ২০৩ রান করেন।