ডিপিএল

বিজয়কে এখনই জাতীয় দলে দেখতে চান মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:55 বৃহস্পতিবার, 28 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়। মূলত ফর্মহীনতার কারণেই দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এমন পারফরম্যান্সের পুরষ্কার স্বরুপ আবারও তাকে জাতীয় দলে বিবেচনা করা উচিত বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বিজয়। তিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালের ৩১ জুলাই। এরপর আর নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি।

এবার চলমান ডিপিএলে শুরু থেকেই দারুণ ফর্মে আছেন বিজয়। এখনও পর্যন্ত ১৫ ম্যাচের ১৫ ইনিংসে প্রায় ৮১ গড়ে ১১৩৮ রান করেছেন। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ৯৯ স্ট্রাইকরেটে। আর এবারের আসরের ব্যাক্তিগত সর্বোচ্চ ১৮৪ রানের ইনিংসটিও তার দখলে।

মাশরাফি বলেন, 'দেখেন পুরো একটা লিগ থেকে আপনি ১০-১২ জনকে আনতে পারেন। তবে জাতীয় দলকে ফোকাস করলে এক বা দুইজনকে টার্গেট করতে হয়। সেটা যদি করেন, আমি মনে করি বিজয়। আগেরদিনও বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়।'

ডিপিএলের এবারের আসরটা স্বপ্নের মতো কেটেছে বিজয়ের। আসরে ব্যাট হাতে বেশ কিছু রেকর্ডও গড়েছেন এই ওপেনার। মাশরাফির মতে, বিজয় নিজেকে প্রমাণ করে দেখিয়েছে এবার তার দিকে জাতীয় দলের নির্বাচকদের নজর দেয়ার সময়।

মাশরাফি বলেন, 'কারণ ঐ যে বললাম, একটা বয়সের পর এই স্পিরিটটা আর ওদের ভেতরে থাকবে না, যখন সুযোগ না পাবে। একজন মানুষ যদি ১১শ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত।'