ডিপিএল

তামিমের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের বড় জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:12 বৃহস্পতিবার, 28 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যেখানে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ পর্যন্ত ৭৮ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

৩৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে গাজী গ্রুপ। ইনিংস ওপেন করতে নেমে ডাক মেরে ফেরেন আরাফাত সানি। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে দল।

এরপর আল আমিন জুনিয়র আর মেহেরাব হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৪৭ ওভার ৫ বলে ২৭৭ রান তুলে অলআউট হয় তারা। প্রাইম ব্যাংকের হয়ে ৫০ রানে ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় প্রাইম ব্যাংক। দুই ইনফর্ম ওপেনার তামিম এবং বিজয় এদিনও প্রতিপক্ষ বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হয়েছেন। উদ্বোধনী জুটিতে ২১৫ রান তুলেন তারা। আর তাতেই বড় সংগ্রহের ভিত পায় দল।

বিজয় সাজঘরে ফেরার আগে করেছেন ৮৫ বলে ৯৬ রান। এই ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করার হতাশা নিয়ে ফিরলেও পুরো আসরজুড়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ওপেনার। টুর্নেমেন্টের ইতিহাসে (প্রথম শ্রেণীর মর্দাযা পাওয়ার পর থেকে) এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন বিজয়।

আরেক ওপেনার তামিম অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন। তিনি ১৩২ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। অভিজ্ঞ এই ওপেনার টুর্নেমেন্টের শেষ দিকে দলের সঙ্গে যোগ দিলেও দুর্দান্ত ফর্মে আছেন। প্রায় সব ম্যাচেই ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মোহাম্মদ মিঠুনের ৩৯ আর করিম জানাতের ২০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। গাজী গ্রুপের হয়ে ৫৪ রানে ৩ উইকেট শিকার করেছেন মাহবুব নিলয়।