আইপিএল

পারফর্ম না করলে কোহলিও বাদ পড়বে: শোয়েব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শনিবার, 16 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কভার ড্রাইভ, ফ্লিক, পুল কখনও বা কব্জির মোচড়ে ঘুরিয়ে মিড অন দিয়ে চার। বিরাট কোহলি মানেই যেন নান্দনিক সব শটে মাস্টার ক্লাস ব্যাটিং। ক্যারিয়ারের পুরোটা সময় দাপিয়ে বেড়ানো কোহলিকে বলা হয়ে থাকে সময়ের অন্যতম সেরা ব্যাটার। সেঞ্চুরির পর সেঞ্চুরিতে একটা সময় শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন কোহলি। তবে হঠাৎই রানের ফোয়ারা ছোটানো কোহলির ব্যাটে ভাটা পড়েছে।

সর্বশেষ দুই বছরে নেই কোনো সেঞ্চুরি। ব্যাটিংটাও হচ্ছে না যুতসই। আন্তর্জাতিক ক্রিকেটের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) রান খরা চলছে ভারতের সাবেক অধিনায়কের ব্যাটে। প্রত্যাশা পূরণ করতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শোয়েব আখতার মনে করেন, এভাবে চলতে থাকলে কোহলিও দল থেকে জায়গা হারাবেন।

আইপিএলের এবারের আসরে পাঁচটি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে নেই কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলা কোহলি ২৬.৭৫ গড়ে করেছেন মাত্র ১০৭ রান। এমন পারফরম্যান্সের পর শোয়েব মনে করেন, কোহলির মাথায় হাজারটা জিনিস ঘুরছে। এ কারণেই প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারছেন না তিনি।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘এটি একটি পারফরম্যান্সভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মডেল। এখানে কেউ আলাদা হতে পারে না এমনকি বিরাট কোহলিও না। এমনকি তাকেও বাদ দেয়া হতে পারে যদি না সে পারফর্ম করে।’

‘কিছু জিনিস আছে যা আমি এখন বলতে পারি না। শুধু একটি নয় তার মাথায় ১০ হাজার বিষয় ঘুরছে। সে খুব ভালো মানুষ, ভালো খেলোয়াড় এবং দারুণ ক্রিকেটার। কিন্তু আমি চাই সে একটি বিষয়ের ওপর মনোযোগ দিক।’

ব্যাট হাতে সেভাবে পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখেও পড়তে হচ্ছে কোহলিকে। এমন অবস্থায় নিজেকে সাধারণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে বলছেন শোয়েব। এটা তার জন্য বিপদজনক বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা পেসার।

শোয়েব বলেন, ‘নিজেকে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করো। তুমি খেলো এবং ব্যাট দিয়ে জবাব দাও। মানুষ ইতোমধ্যে বিরাট কোহলির দিকে আঙুল তুলতে শুরু করেছে। যা তার জন্য বিপদজনক।’