promotional_ad

তারকাঠাসা দল গড়েও সুপার লিগে নেই মোহামেডান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সর্বশেষ কয়েক মৌসুম ধরেই সময়টা ভালো যাচ্ছিলো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে ডিপিএলের এবারের আসরের আগে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার এবং মোহাম্মদ হাফিজদের নিয়ে তারকাঠাসা দল গড়েছিল তারা। যদিও জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে পায়নি তারা। হাফিজ, মাহমুদউল্লাহদের পেলেও শেষ পর্যন্ত ডিপিএলের সুপার লিগে ওঠা হয়নি মোহামেডানের।


নিজেদের শেষ ম্যাচ লিজেন্ডস অব রূপগঞ্জকে হারানো মোহামেডানের অবস্থান পয়েন্ট টেবিলের সাতে। রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সের সমান ১০ পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকা ও মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় সুপার লিগে গেছে দল দুইটি। তাতে সুপার লিগে জায়গা পাওয়া হয়নি মোহামেডানের।


promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে জয়ের জন্য ৩০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারায় রূপগঞ্জ। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দারুণ সময় পার করলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন চিরাগ জানি। তিনে নামা এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ১২ রানে। 


চিরাগের বিদায়ের ওভারে আউট হয়েছেন রাকিবুল হাসান। নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৩০ বলে ৩৩ রান করা রাকিবুল। চারে নেমে অবশ্য ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাঈম ইসলাম। ডানহাতি এই ব্যাটার ছাড়া বাকিরা কেউই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।


শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ১৬ বলে ৩০ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। মোহামেডানের হয়ে মাত্র ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন নাজমুল অপু। এ ছাড়া শুভাগত হোম দুটি, সোহরাওয়ার্দী শুভ, সৌম্য এবং রুবেল মিয়া একটি করে উইকেট নিয়েছেন। 


এর আগে ব্যাটিং করতে নেমে ৩০৭ রানে অল আউট হয় মোহামেডান। দলটির হয়ে সর্বোচ্চ ৯১ বলে ১০১ রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। এ ছাড়া পারভেজ হোসেন ইমন ৬৮ বলে ৭৬ এবং মাহমুদউল্লাহ করেছেন ৪৭ বলে ৭০ রান। রূপগঞ্জের হয়ে চারটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball