পাকিস্তান

ছেলেকে ক্রিকেটার হতে মানা করেছেন সরফরাজ

হাসিব সিয়াম

হাসিব সিয়াম
প্রকাশের তারিখ: 11:48 শুক্রবার, 08 এপ্রিল, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ক্রিকেটাররা বাইশ গজে গোটা একটা জাতি বা দেশকেই প্রতিনিধিত্ব করেন। তাদের পারফরম্যান্সের সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি ভক্ত-সমর্থকদের আবেগ-অনুভূতি। অনেক ক্ষেত্রে একটা চার-ছক্কা  কিংব একটা উইকেট শিকার করে নায়ক বনে যান, হয়ে ওঠেন আদর্শ, অনুকরণীয়। ঠিক তেমনি ভিলেন হতেও খুব বেশি সময় লাগে না। নিমিষেই হারিয়ে যায় তারকা খ্যাতি, রীতিমতো খসে পড়েন জমিনে। লম্বা পথ পাড়ি দেয়ার আভাস দিয়েও অনেকেই হারিয়ে গেছেন। ক্রিকেটে এমনটা হরহামেশাই ঘটে। ক্যারিয়ারের এমন উত্থান-পতন দেখেছেন কত শত ক্রিকেটার। তার হিসেব মেলানো ভার। এই তালিকারই একজন সরফরাজ আহমেদ। এমন অভিজ্ঞতার কারণেই নিজের ছেলেকে ক্রিকেটার বানাতে চান না তিনি। আর যাই হোক পেশা হিসেবে যেন, ক্রিকেটকে বেছে না নেয় আবদুল্লাহ এমনটাই চাওয়া পাকিস্তানের সাবেক এই অধিনায়কের।

সরফরাজের নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলেছে পাকিস্তান। সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। এমন জয়ে দেশকে নেতৃত্ব দিয়ে রীতিমতো নায়ক বনে গিয়েছিলেন সরফরাজ। ভক্ত-সমর্থক থেকে ক্রিকেট বুদ্ধা সবারই প্রশাংসায় ভেসেছেন।

এরপর ২০১৯ বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে পাকিস্তান। তবে এবার তার দল ব্যর্থ। লিগ পর্বে ৫টি ম্যাচ জিতলেও নকআউট পর্বে খেলা হয়নি তাদের। মাত্র বছর দুয়েকের ব্যবধানেই এবার রীতিমতো ঘাড় থেকে মাটিতে সরফরাজ। সমালোচনা মাথায় নিয়ে নেতৃত্ব হারিয়েছেন, এমনকি বাদ পড়েছেন দল থেকেই। নিজের ক্রিকেট ক্যারিয়ারের এমন উত্থান-পতনের পর আব্দুল্লাহকে আর ক্রিকেটে উদ্বুদ্ধ করছেন না সরফরাজ।

সরফরাজ বলেন, ‘ক্রিকেট খেলতে আবদুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেটকে পেশা হিসেবে নিক। সত্যি বলতে কি, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আবদুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক।’

আবদুল্লাহ বয়সে এখনো শৈশব পেরোয়নি। এমন দুড়ন্তপনার বয়সে সে ক্রিকেটও ভালোই রপ্ত করেছে। তার ব্যাট ধরা আর শট খেলার ধরন ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। তার খেলা দেখে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান। এমনকি শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও তার খেলার প্রশংসা করেছেন। 

আবদুল্লাহর ক্রিকেট প্রতিভা নিয়ে সরফরাজ বলেন, ‘অনেকেই আমাকে বলেছে যে আবদুল্লাহ প্রতিভাবান। মঈন ভাই আবদুল্লাহর প্রতিভার প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে যে আবদুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটাই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথটা সহজ ও মসৃণ করে দেবে না।’