পাকিস্তান

কাউন্টি মাতাবেন আফ্রিদি-রিজওয়ানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:05 মঙ্গলবার, 05 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কাউন্টি ক্রিকেটের আগামী আসরে খেলবেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। ইতোমধ্যেই তাদেরকে অনাপত্তি পত্রও (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংলিশ কাউন্টি ক্রিকেটের এবারের আসরে সবমিলিয়ে সাতজন পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে। তারা হলেন, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, জাফর গোহার এবং আজহার আলি।

পাকিস্তানের গতি তারকা আফ্রিদি খেলবেন মিডলসেক্সের হয়ে। সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান। ওরচেস্টারশায়ারের হয়ে খেলবেন আজহার।

গ্লুচেস্টারশায়ারের হয়ে মাঠ মাতাবেন নাসিম এবং জাফর। গত বছর টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করা হাসান খেলবেন ল্যাঙ্কাশায়ারের হয়ে। আর আব্বাস খেলবেন হ্যাম্পশায়ারের হয়ে।

পিসিবির দেয়া তথ্য মতে, সাতজন ক্রিকেটারের সবাই আলাদা আলাদাভাবে ইংল্যান্ডে যাবেন। তারা কবে যাবেন তা নির্ভর করছে তাদের দলের সিদ্ধান্তের ওপর।

সাতজন ক্রিকেটারকেই একটি শর্ত সাপেক্ষে এনওসি দিয়েছে পিসিবি। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যেকোন সময় তাদের ডাকতে পারে বোর্ড। আর ক্রিকেটাররা দেশের খেলতে বাধ্য থাকবে।