নারী ক্রিকেট

আইসিসির নারী বিশ্বকাপের সেরা একাদশে সালমা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:49 সোমবার, 04 এপ্রিল, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নারী ক্রিকেট বিশ্বকাপ শেষে এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন সালমা খাতুন। সোমবার (৪ এপ্রিল এক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে আইসিসি।

এবারের আসরের সেরা একাদশে সবেচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৪ জন ক্রিকেটারকে একাদশে রেখেছে আইসিসি। তাছাড়া দক্ষিণ আফ্রিকার ৩ জন, ইংল্যান্ডের ২ জন এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এক জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই একাদশে।

ওপেনার হিসেবে রাখা হয়েছে প্রোটিয়া লরা উলভার্ট এবং অজি অ্যালিসা হিলিকে। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বও দেয়া হয়েছে এই অজি ওপেনারকে। তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে খেলবেন মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের কাধে থাকছে দলের নেতৃত্ব ভার।

এই দলের টপ অর্ডারের চারজনের তিনজনই অস্ট্রেলিয়ার। হিলি, ল্যানিংয়ের পর চার নম্বর পজিশনে খেলবেন আরেক অজি ক্রিকেটার রাচেল হেইনস। পাঁচে খেলবেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট স্কিভার। ছয়ে অস্ট্রেলিয়ান বেথ মুনি।

সাত নম্বরে রাখা হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউসকে। আটে আছেন প্রোটিয়া পেস বোলিং অলরাউন্ডার মারিজান ক্যাপ।  আর বোলার হিসেবে আছেন ইংলিশ সোফি একলেস্টোন, প্রোটিয়া শবনিম ইসমাঈল এবং বাংলাদেশি সালমা খাতুন। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।

আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশ:

লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট স্কিভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন, সালমা খাতুন।

দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন।