নারী ওয়ানডে বিশ্বকাপ

পাকিস্তানকে টানা হারের লজ্জায় ফেললো বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:14 মঙ্গলবার, 15 মার্চ, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা-ফাহিমা খাতুনদের এমন কীর্তির দিনে লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তানের মেয়েরা। এই ম্যাচসহ বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হেরেছে পাকিস্তান। আর তাতেই বিশ্বমঞ্চে টানা হারের রেকর্ড এখন পাকিস্তানের মেয়েদের দখলে।

এবারই প্রথমবারের মতো নারী বিশ্বকাপে অংশ গ্রহণ করেছে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে এসে পেয়েছে জয়ের দেখে। পাকিস্তানের মেয়েদের ৯ রানে হারিয়ে বিশ্বমঞ্চে জয়ের খাতা খুলেছে টাইগ্রেসরা। আর বাংলাদেশের এ জয়ে লজ্জার রেকর্ডে নাম উঠে গেছে পাকিস্তানের মেয়েদের।

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি ম্যাচ হারের ঘটনা পাকিস্তানের মেয়েদের। সবশেষ ঠিক ১৩ বছর আগে বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেছিল তারা। এরপর ১৮ ম্যাচ ধরে আরাধ্য সেই জয়ের দেখা পাচ্ছে না তারা।

১৯৯৭ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ গ্রহণ করেছিল পাকিস্তান। প্রথম জয় পেতে তাদের অপেক্ষা করতে হয় প্রায় এক যুগ। পরপর ছয় ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে গিয়ে জয় পেয়েছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানে জিতে বিশ্বমঞ্চে জয়ের খাতা খুলেছিল পাকিস্তানের মেয়েরা।

এরপর সর্বশেষ তারা জয় পেয়েছিল ২০০৯ সালের ১৪ মার্চ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। এরপর বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ জয়হীন পাকিস্তান নারী ক্রিকেট দল।

পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটি আছে জিম্বাবুয়ের। তারা ১৯৮৩ সালের আসরে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখায়। কিন্তু এরপর ১৯৯২ সালের আসর পর্যন্ত হারে টানা ১৮টি ম্যাচ।