নারী ওয়ানডে বিশ্বকাপ

পাকিস্তানকে সামনে পেলে ক্ষুধা বেড়ে যায়: ফাহিমা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:49 সোমবার, 14 মার্চ, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত ক্রিকেটাররা। উদযাপনেও ছিল বাধঁভাঙ্গা উল্লাস। এমন উদযাপনের পেছনে অবশ্য আরও একটা কারণ আছে। জয়টা এসেছে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের মেয়েদের প্রতিপক্ষ হিসেবে পেলেই টাইগ্রেসদের জয়ের ক্ষুধা বেড়ে যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ফাহিমা খাতুন।

হ্যামিল্টনে টস হেরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। ওপেনার শামিমা সুলতানা (১৭) ফিরলে আরও সতর্ক হয় বাংলাদেশ। দলীয় ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার সুপ্তার ব্যাটে আসে ৪৪ রান। এরপর ৯৬ রানের জুটি গড়েন পিঙ্কি ও জ্যোতি। এই জুটিই বাংলাদেশের বড় লক্ষ্যের ভিত গড়ে দেয়। ৪০তম ওভারে ফিরে যান জ্যোতি।

শেষ পর্যন্ত পিঙ্কির ৭১ রানের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুর করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করে ৯১ রান। তবে মিডল অর্ডারে কোনো ব্যাটারই সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রানের বেশি তুলতে পারেনি তারা। আর তাতে বিশ্বমঞ্চে বাংলাদেশের মেয়েরা প্রথম জয় তুলে নেয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফাহিমা বলেন, 'একটা জিনিস আমি প্রথমে শেয়ার করি। যখন আমরা পাকিস্তানের সঙ্গে খেলি, তখন আমরা সত্যিই রোমাঞ্চিত থাকি এবং জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকি।'

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন ফাহিমা খাতুন। ৩৮ রানের বিনিময়ে তিনি শিকার করেছেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছে তার হাতেই। তার সফলতার পেছনে বড় কারণ ছিল পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারা।

তিনি বলেন, 'আমার সাধারণ যে পরিকল্পনা ছিল, ঠিক জায়গায় বল ফেলব। শুধু ডট বল নিব, উইকেট আসবে। রানের চাপ থাকলে তারাই আমাদের উইকেট দিবে। কারণ প্রায় ৬.৫ বা ৭ করে ওভারপ্রতি রান দরকার ছিল। ঠিক জায়গায় বল ফেলে সফল হয়েছিল।'