নারী ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখতে চান জ্যোতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:40 সোমবার, 14 মার্চ, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নারী ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে চেনা প্রতিপক্ষ পাকিস্তান। সর্বশেষ চার ম্যাচে তিন জয় পাওয়ায় বিশ্বকাপে হারাতে বেশ আত্মবিশ্বাসী ছিলেন নিগার সুলতানা জ্যোতি। ম্যাচের আগের দিন বাংলাদেশের অধিনায়ক জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে তাদের জয় পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। 

অধিনায়কের এমন আশার প্রতিফলন ঘটেছে মূল ম্যাচে। ব্যাটার এবং বোলারদের দুর্দান্ত পারফরম্যোন্সে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে যা বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। পাকিস্তানকে হারানোর পর জ্যোতি জানিয়েছেন, এই মোমেন্টাম ধরে রাখতে চান পুরো টুর্নামেন্টে।

ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে এটি আমাদের প্রথম জয়। আমরা আজকে ইতিহাস গড়েছি। আমরা পুরো টুর্নামেন্টে এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’

প্রস্তুতি ম্যাচে খেলার সুযোগ পেলেও মূল বিশ্বকাপে জায়গা হচ্ছিলো না ফাহিমা খাতুনের। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে ফাহিমার বাজি ধরেন জ্যোতি। নারী বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে অধিনায়ককে হতাশ করেননি ডানহাতি এই লেগ স্পিনার। 

যেখানে ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক ফাহিমা। ফিরিয়েছেন ওমাইমা সোহাইল, আলিয়া রিয়াজ এবং ফাতিমা সানার মতো ব্যাটারদের। প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও পাকিস্তানের বিপক্ষে ফাহিমাকে নিয়ে বাজি ধরার কারণ জানিয়েছেন জ্যোতি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমি এখানে দুটি ম্যাচ দেখেছি। স্পিনাররা এখানে দাপট দেখায়। আমি জানতাম সে যদি তার সেরাটা দিতে পারে তাহলে আমি তাকে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

এমন জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। জ্যোতি বলেন, ‘আমরা পাকিস্তানকে বেশ ভালোভাবে চিনি। আমরা তাদের সঙ্গে অনেকবার খেলেছি। বাছাই পর্বে আমরা তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং আমরা এই মোমেন্টাম চেয়েছিলাম। আমরা জানি আমরা সামর্থ্যবান দল।’