বিপিএল

সাকিবের চোখে পাঁচ বা ছয়ে বিপিএল, পাপন বললেন, প্রশ্নই ওঠে না

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:39 শনিবার, 05 মার্চ, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএলের মতো টুর্নামেন্টগুলোর সাফল্যের কারণে বদলে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের দৃশ্যপট। মাঠের ক্রিকেটের দাপটে প্রচুর দর্শক টানতে পেরেছে টুর্নামেন্টগুলো। যেখানে একেবারে সবার উপরে ভারতের আইপিএল। সময় যত বেড়েছে টুর্নামেন্টটির জনপ্রিয়তা ততই তুঙ্গে উঠেছে।

আইপিএলের ভাবনা থেকে বিপিএল চালু করা হলেও সেভাবে দেশের ক্রিকেটে প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শুরু হওয়া মানেই ভেন্যু না বাড়ানো, মানসম্মত আন্তর্জতিক ক্রিকেটারের অভাব, দর্শককে টানার মতো উপকরণ না থাকা, টেলিভিশন সম্প্রচার নিয়ে নানা অভিযোগ।

টুর্নামেন্টটির আটটি আসর পেরিয়ে গেলেও চোখে পড়েনি বিপিএলের উন্নতির ছাপ। এদিকে বিপিএলের উন্নতির গ্রাফটা যে নিচের দিকে সেটা চোখ এড়ায়নি সাকিব আল হাসানেরও। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেছে নিতে গিয়ে কদিন আগে এক ফেসবুক লাইভে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার শীর্ষে রেখেছেন ভারতের আইপিএলকে।

সাকিবের চোখে দ্বিতীয় সেরা লিগ ওয়েস্ট ইন্ডিজের সিপিএল। এদিকে বিপিএলের জায়গা কোথায় এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে সাকিব জানিয়েছিলেন, বিপিএল বিশ্বের পঞ্চম কিংবা ষষ্ঠ সেরা টুর্নামেন্ট। সাকিব বলেছিলেন, ‘বিপিএল বিশ্বের পাঁচ কিংবা ছয় নাম্বার টুর্নামেন্ট।’

বিপিএলের এবারের আসরে টুর্নামেন্ট সেরার পুরষ্কার জেতা সাকিবের এমন বক্তব্যকে অবশ্য একান্তই ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি বলেন, ‘এটা তার (সাকিবের) ব্যক্তিগত মতামত।’

এদিকে বিপিএলকে বিশ্বের তৃতীয় সেরা লিগ হিসেবে রেখেছেন পাপন। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চোখে শীর্ষ দুইয়ে রয়েছে ভারতের আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। এদিকে পিএসএলের এবারের আসর বাড়তি নজর কাড়লেও বিপিএলের চেয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে এগিয়ে রাখতে নারাজ বোর্ড সভাপতি। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘প্রশ্নই উঠে না। আমি যতটুকু জানি এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়েছে, আইপিএল, বিগ ব্যাশ, আমাদেরটা। এই তিনটাই আমি সবসময় নাম শুনেছি। এগুলো ছাড়া নাম শুনিনি কোথাও। আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পিএসএল করেছে। পিএসএল কিন্তু এবার প্রথম না পিএসএল শুরু হয়েছে আরও আগে থেকেই। তখন কিন্তু কিছু বলা হয়নি।’

‘এবার যখন কোভিডের জন্য অনেক কিছু করিনি, তড়িঘড়ি করিনি, মানুষ ঢুকতে দেইনি। সেখানে পিএসএল এটা করেছে। সে জন্য পিএসএলকে জাকজমকপূর্ণ লেগেছে, ঠিক আছে। সেটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা আমাদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত কাউকে আমি বলতে শুনিনি অন্য কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের চেয়ে বেশি।’