ভারতীয় ক্রিকেট

‘ভারতের কোনো ক্রিকেটার বলতে পারবে না দলে তার জায়গা নিশ্চিত’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:18 রবিবার, 27 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মানসম্মত ঘরোয়া ক্রিকেট, সমৃদ্ধ পাইপলাইনের কারণে বিশ্বজোড়া প্রশংসা রয়েছে ভারতের। গেল কয়েক বছরে নিজেদের পাইপলাইনের সামর্থ্য দেখিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের পর থেকে সেটা আরও বেশি পরিলক্ষিত।

একের পর এক ক্রিকেটারকে বিশ্রাম দিলেও টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য রোহিত শর্মার  দল। একাদশে সুযোগ পেয়েই বাজিমাৎ করছেন বেঞ্চের ক্রিকেটাররা। ভারতের ক্রিকেটে এমন প্রতিযোগিতা দেখে বেশ খুশি সুনীল গাভাস্কার। সেই সঙ্গে সাবেক এই ক্রিকেটার মনে করেন, ভারতের দলে কোনো ক্রিকেটারের জায়গাই নিশ্চিত  নয়।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট কোহলি এবং ঋষভ পান্তকে বিশ্রাম দিয়েছে ভারত। এ ছাড়া ইনজুরির কারণে খেলছেন না সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। তবুও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেঞ্চে বসে থাকলেও সূর্যকুমারের পরিবর্তে জায়গা পেয়ে বাজিমাৎ করেছেন শ্রেয়াস আইয়ার। দুই ম্যাচেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। পেস ইউনিটে জসপ্রিত বুমরাহ কিংবা ভুবেনশ্বর কুমাররা যে ম্যাচে বিশ্রামে থাকছেন সেদিন একাদশে জায়গা পেয়ে নিজেদের জাত চেনাচ্ছেন হার্শাল প্যাটেলরা।

ভারতের ক্রিকেটে এমন প্রতিযোগিতা নিয়ে গাভাস্কার বলেন, ‘ভারতের ক্রিকেটের জন্য এটি একটি রোমাঞ্চকর সময়। আমি এখানে রোমাঞ্চকর শব্দটি ব্যবহার করছি কারণ খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাচ্ছে এবং তারা যেভাবে বলছে, ‘আমাকে বেছে নিন।’ আমাকে দলে যোগ করুন।’

‘এর মানে যারা তাদের জায়গা নিশ্চিত করেছে তাদেরও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে হবে। এই দলের কোনো সদস্য নিজেকে বলতে পারবে না যে স্থিতিশীলতা আছে কারণ কেউ তার পিছনে তাড়া করছে। এটি যে কোনো দলের জন্য সেরা এবং ভারতের জন্য একটি বড় ইতিবাচক বিষয়।’