পিএসএল

আমলাসহ করোনা আক্রান্ত পেশোয়ারের তিনজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:03 মঙ্গলবার, 22 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও করোনার হানা। গত সোমবারের (২১শে ফেব্রুয়ারী) ম্যাচের পর নির্ধারিত কোভিড-১৯ পরীক্ষায় পেশোয়ার জালমির দুই ক্রিকেটারসহ মোট তিনজনের ফলাফল পজিটিভ এসেছে। 

করোনা আক্রান্ত দুই ক্রিকেটার হলেন অলরাউন্ডার বেন কাটিং এবং লেগ স্পিনার উসমান কাদির। এই দুই বিদেশী ক্রিকেটারের কেউই গত ম্যাচের একাদশে ছিলেন না।

তাদের পাশাপাশি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির মেন্টর হাশিম আমলা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিয়ম অনুযায়ী তারা তিনজনকে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।

আইসোলেশনে থাকার ফলে পিএসএলের এবারের আসরের প্লে অফে খেলতে পারবেন না তারা। তবে তাদের দল যদি ফাইনালে খেলে, তাহলে এবারের আসরে আবারও মাঠে দেখা যেতে পারে তাদের।

আসরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে পেশোয়ার। ১০ ম্যাচে ৪ হারের বিপরীতে ৬ ম্যাচে জিতেছে ওয়াহাব রিয়াজের দল।

গত ২৭ জানুয়ারি করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল পিএসএলের সপ্তম আসরের। আর আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।