পিএসএল

মাঠের ভেতরেই সতীর্থের গায়ে হাত তুললেন রউফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:22 মঙ্গলবার, 22 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত সোমবার (২১শে ফেব্রুয়ারী) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নেমেছিল লাহোর কালান্দার্স। এই ম্যাচে অপ্রত্যাশিত এক কান্ড ঘটান লাহোরের পেসার হারিস রউফ। বোলিংয়ে উইকেট পাওয়ার পর উদযাপনের সময় নিজেরই সতীর্থ কামরান গুলামকে থাপ্পড় মেড়ে বসেন রউফ। যদিও কিছুক্ষণ পরেই তাদের দুজনকে  হাত মেলাতে দেখা গেছে।

পেশোয়ারের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে ছিলেন রউফ। তার করা ওভারের দ্বিতীয় বলে অনসাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হযরতউল্লাহ জাজাই। কিন্তু সেই ক্যাচ ফেলে দেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা কামরান গুলাম।

একই ওভারের পঞ্চম বলে হারিসের করা বাউন্সারে পুল করেন মোহাম্মদ হারিস। তবে ঠিকমতো টাইমিং না হওয়ায় বল তার ব্যাটের ওপরের কানায় লেগে চলে যায় ডিপ ফাইন লেগে। এরপর বলটি তালুবন্দী করেন ফাওয়াদ আহমেদ।

তখন দলের বাকি সবার সঙ্গে উদযাপনে যোগ দেন দ্বিতীয় বলে ক্যাচ মিস করা কামরানও। তার সঙ্গে প্রথমে হাতও মেলান রউফ কিন্তু এরপরই তার গালে থাপ্পড় মেরে বসেন রউফ। কামরান অবশ্য এতে রাগ করেননি। তার মুখে তখনও হাসি ছিল।

এই ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাঠের ভেতরে সতীর্থের সঙ্গে এমন আচরণে অনেকেই রউফের সমালোচনা করছেন। 

সোমবারের এই রোমাঞ্চকর ম্যাচে দুই দলের ব্যাট-বলের লড়াইটা বেশ জমে উঠেছিল। প্রথমে ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে জয় পেয়েছে পেশোয়ার।