পিএসএল

পিএসএলে বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন রশিদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:10 রবিবার, 20 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে মাঝ পথে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন রশিদ খান। গত শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবারের আসরের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন রশিদ। সে ম্যাচে এই আফগান লেগ স্পিনারকে গার্ড অব অনার প্রদান করেছে তার সতীর্থরা।

ইসলামাবাদের বিপক্ষে রশিদের বিদায়ী ম্যাচে ৬৬ রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন রশিদ। যেখানে তিনি ওভার প্রতি খরচ করেছেন ৫ রানেরও কম।

ব্যাটারদের কল্যানে বড় লক্ষ্য দাঁড় করানোর পর রশিদের এমন আঁটসাঁট বোলিংয়ে সহজেই জয় পেয়েছে শাহীন শাহ আফ্রিদির দল। তবে এই আফগান ম্যাজিশিয়ানের অনুপস্থিতিতে পিএসএলের বাকি ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই ভুগবে দল।

এবারের আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা। শেষবেলায় সতীর্থদের দেয়া এই সম্মান নিশ্চই তার ক্যারিয়ারের সুখকর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আফগানিস্তান দল এখন বাংলাদেশে। এরই মধ্যে রশিদকে ছাড়াই সিলেটে নিজেদের ক্যাম্প সেরেছে আফগানরা। টাইগারদের বিপক্ষে তাদের সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

শনিবার তারা সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছায়। সবকিছু ঠিক থাকলে রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে তারা। বাংলাদেশ দলও সিরিজ খেলতে রবিবার সকালে চট্টগ্রামে পৌঁছে গেছে।