বিপিএল

সাকিব বাবল ছেড়ে বাইরে গেলেন কীভাবে, প্রশ্ন পাপনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:07 শনিবার, 19 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগেরদিন ট্রফি নিয়ে দুই দলের আনুষ্ঠানিক ফটোশুটের কথা ছিল। যদিও সেখানে উপস্থিত ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

তার বদলে কুমিল্লা ভিক্টোয়ারিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন বরিশালের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। সাকিবের না থাকা নিয়ে বরিশালের একেক জনের কাছ থেকে পাওয়া যায় একেক রকম বক্তব্য। 

সাকিবের ফটোশুটে অংশ না নেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের ক্রিকেটের অবিভাবক সংস্থা বিসিবি। তারা দলটিকে শোকজ করেছে। এই বিষয়টি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, 'ইতিমধ্যে ফ্র্যাঞ্চাজিকে শোকজ করা হয়েছে। বায়ো বাবল ভেঙ্গে বাইরে গেলো কিভাবে? কারণ আমরা ফ্র্যাঞ্চাজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কিভাবে বায়ো বাবল মেনটেইন করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে। টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে এখন  যা করার করবে।  অবশ্যই কেউ আইন ভাঙ্গুক এটাতো প্রশ্নই উঠে না।'

শ্বাসরুদ্ধকর ফাইনালে সাকিবের বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা। যদিও আসর জুড়ে ব্যাটে-বলে পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব। ১১ ম্যাচে ২৮৪ রানের সঙ্গে বল হাতে সাকিব নিয়েছেন ১৬ উইকেট।

সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সাকিবের অবস্থান ৬ নম্বরে। আর বোলারদের তালিকায় আছেন তিন নম্বরে। এবার ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব পুরোপুরি ছিল ফ্র্যাঞ্চাইজিদের হাতে। তাদের অবহেলার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন পাপন।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতির ভাষ্য, 'আমি আপনাদেরকে বলি যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু এটা ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিল। বিসিবির আন্ডারে আমরা ছাড় দেইনি।'