বিপিএল

শ্বাসরুদ্ধকর ফাইনাল, জয় হয়েছে ক্রিকেটের: নারিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:01 শুক্রবার, 18 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দর্শকবিহীন মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর যেন ঠিক-ঠাক জমছিল না। তবে চট্টগ্রামে গিয়ে স্বরূপে ফিরতে শুরু করে দেশের সবচেয়ে জমকালো এই টুর্নামেন্ট। এরপর যতই সময় গড়িয়েছে ততই জমে উঠেছে এবারের আসর। তবে সবছাড়িয়ে মেগা ফাইনাল হয়ে উঠেছিল কোনো এক নাটকের স্কিপ্ট। ক্ষণে ক্ষণে রঙ পালটানো এই ম্যাচে শেষ হাসিটা হেসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এই ম্যাচে জয়টা হয়েছে ক্রিকেটেরই এমনটাই বলেছেন প্লেয়ার অব দ্য ম্যাচ সুনিল নারিন।

শিরোপা জিততে শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। এমন সমীকরণের সামনে ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে এসে দুই রান দেয়ার সঙ্গে ডোয়াইন ব্রাভোর উইকেট নেন সুনীল নারিন। তাতে খানিকটা চাপে পড়ে ফরচুন বরিশাল। সেই চাপ আরও বাড়ে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। মুস্তাফিজুর রহমানের ব্যাক অব হ্যান্ড ডেলিভারিতে এলবিডউব্লিউ হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সেই ওভারে ৬ রান দেন মুস্তাফিজ। তাতে ম্যাচ জিততে শেষ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ১০ রান। 

তখন পেসার শহিদুল ইসলামের উপর আস্থা রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম বলে ডট দিলেও পরের বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন তৌহিদ হৃদয়। তৃতীয় বলে মুজিব উর রহমানও এক রানের বেশি নিতে পারেননি। পরের বল ওয়াইড দেন শহিদুল। আর চতুর্থ বলে দুই রান নিয়ে বরিশালকে খেলায় রাখেন হৃদয়। ২ বলে যখন ৫ রান দরকার তখন হৃদয়ের ক্যাচ মিস করেন তানভীর ইসলাম, আর সেই সুযোগে ২ রান নেয় বরিশাল। তখন শেশ বলে প্রয়োজন হয় ৩ রান। শেষ বলে হৃদয় এক রান নিলে ১ রানে হারে বরিশাল। তাতে সাকিবের দলকে হারিয়ে বিপিএলের এবারের আসরে শিরোপা নিশ্চিত করে কুমিল্লা। 

নারিন বলেন, 'সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে এটা (ট্রফি) তাদের প্রাপ্য। এটা (লক্ষ্য তাড়া) নাগালেই ছিল  কিন্তু দর্শকরা যা দেখতে চেয়েছিলেন তা পেয়েছেন এবং শেষ পর্যন্ত ক্রিকেটের জয় হয়েছে। পরের বার খেলতে আসার জন্য মুখিয়ে থাকবো।'

হোক ফ্র্যাঞ্চাইজি কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট দলগুলোর নজর থেকে শিরোপার দিকেই। কুমিল্লাও এর ব্যাতিক্রম নয়। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ হওয়ায় খুশি নারিন। শিরোপা জয়ের পর এই ক্যারিবিয়ান সতীর্থদের প্রশংসাও করেছেন।

নারিন বলেন, 'আমি মনে করি, এটা (ট্রফি) সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো টুর্নামেন্টে শুরু থেকেই আপনি এভাবেই শেষ করতে চাইবেন। দলের সব সদস্যদেরই কৃতিত্ব দিতে হয়। উইকেট এবং ম্যাচের চাপ কিছুটা সাহায্য করেছে।'