বিপিএল

কুমিল্লা শিরোপা জিতবে, প্রত্যাশাই করেননি ইমরুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:53 শুক্রবার, 18 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

শ্বাসরুদ্ধকর ফাইনালে ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মাঝের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর ফলে শিরোপা জেতার প্রত্যাশাই করেননি অধিনায়ক ইমরুল কায়েস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন নারিন। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটারের তাণ্ডবে পাওয়ের প্লের ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৩ রান তোলে কুমিল্লা। হাফ সেঞ্চুরির পর নারিন ফিরলে ধস নামে কুমিল্লা শিবিরে।

ফাফ ‍ডু প্লেসি ও কায়েসরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় ১০০ রানের নিচে অল আউট হওয়ার শঙ্কা জাগে। তবে শেষ দিকে মঈন আলী এবং আবু হায়দার রনি মিলে কুমিল্লাকে লড়াইয়ের পুঁজি এনে দেন। জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মুনিম শাহরিয়ারকে হারালেও সৈকত আলীর ব্যাটে রানের চাকা সচল রাখে বরিশাল।

যদিও সৈকত হাফ সেঞ্চুরি করে ফেরার পর সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্তরা বরিশালকে জয় এনে দিতে পারেননি। হারতে থাকা ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেবেন এমনটা প্রত্যাশাই করেননি ইমরুল। দারুণ বোলিংয়ের জন্য নারিন এবং তানভীর ইসলামকে কৃতিত্ব দিয়েছেন কুমিল্লার অধিনায়ক। 

ম্যাচ শেষে এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘এটি অবিশ্বাস্য ম্যাচ। আমি কখনই প্রত্যাশা করিনি যে জিতবো কিন্তু আল্লাহকে ধন্যবাদ। আমরা খুব ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝের দিকে প্রচুর ভুল করেছিলাম। তবে এরপরে মঈন এবং রনি (আবু হায়দার) দারুণ শেষ করেছে। সৈকত দারুণ শুরু করেছিল, আমাদের বোলাররা মাঝের দিকে ভালো বোলিং করেছে।’

‘এমন ফাইনাল ম্যাচে সাহসী এবং ঠাণ্ডা থাকা প্রয়োজন। এটা করতে পারলে আপনি সফল হতে পারবেন। সুনীল (নারিন) এবং ফাফ (ডু প্লেসি) মাঠে আমাকে সহায়তা করেছে। এটা পুরোটাই দলীয় কাজ। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে সুনীল এবং তানভীর ইসলাম। উভয় দলই মাঠে ভুল করেছে।’