আইপিএল

যুবরাজের মতো হবেন না কিশান, ভবিষদ্বাণী মাঞ্জরেকারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:23 রবিবার, 13 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটাররা বরাবরই চাপে থাকেন। যা তাদের পারফরম্যান্সে প্রভাব পড়ে। যুবরাজ সিংয়ের মতো তারকা ক্রিকেটারও চাপে নুয়ে পড়েছিলেন। তবে এবারের আসরে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ইশান কিশান সেই চাপে পড়বেন না বলে মনে করেন সঞ্জয় মাঞ্জরেকার।

আইপিএলের এবারের আসরে ভারতের ক্রিকেটারদের মাঝে হট কেক হিসেবে বিবেচনা করা হয়েছিল শ্রেয়াস আইয়ার এবং কিশান। ধারণা করা হয়েছিল, নেতৃত্ব গুণের কারণে আইপিএলের ১৫তম মৌসুমের সবচেয়ে দামি ক্রিকেটার হবেন আইয়ার। 

যদিও শেষ পর্যন্ত ১২ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া আইয়ারকে টেক্কা দিয়েছেন কিশান। পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের নিলাম যুদ্ধ শেষে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ঘরের ছেলেকে ঘরে ফেরায় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দিনের সবচেয়ে দামি ক্রিকেটারও বনে গেছেন কিশান। 

ক্রিকেট বিশেষজ্ঞ কিংবা সমর্থকদের মতে, এত টাকায় বিক্রি হওয়ায় চাপে পড়তে পারেন এই উইকেটকিপার ব্যাটার। তবে ভিন্নমত পোষণ করেছেন মাঞ্জরেকার। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক মনে করেন, পুরোনো দলে ফেরায় যুবরাজের মতো সবচেয়ে বেশি ক্রিকেটারের ট্যাগ কিশানকে প্রভাবিত করবে না।

মাঞ্জরেকার বলেন, ‘আমি মনে করি না বেশি মূল্যের ট্যাগ তাকে খুব বেশি প্রভাবিত করবে। কারণ দল তার প্রতি অনেক বিশ্বাস দেখিয়েছে। আমি নিশ্চিত যে এটি এমন কিছু যা তারা অবশ্যই তাকে বলেছিল। আমরা যখন বড় দামের ট্যাগগুলোর কথা বলি, তখন খেলোয়াড়ের উপর চাপ পড়ে যখন একটি দল তার উপর জুয়া খেলেন। নিকোলাস পুরানের (১০.৭৫ কোটি) মতো কেউ চাপ অনুভব করতে পারে।’

‘আমরা দেখেছি যুবরাজ সিং কীভাবে তার আত্মবিশ্বাস হারিয়েছেন যখন সে ১৪ কোটিতে বিক্রি হয়েছিলেন। সে শেষের দিকে ছিল, ইশান কিশান ফর্মে রয়েছে। সে একই ফ্র্যাঞ্চাইজিতে আছেন, আমি মনে করি না দাম তাকে প্রভাবিত করবে। আমি মনে করি না ইশান কিশান কোনো চাপ অনুভব করবেন।’