বাংলাদেশ ক্রিকেট

লন্ডন থেকে ফিরেছেন হাসান, যাচ্ছেন সাইফউদ্দিন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:58 বৃহস্পতিবার, 03 ফেব্রুয়ারি, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে দেশে ফিরে এসেছিলেন সাইফউদ্দিন। তারপর থেকে প্রায় চার মাস ধরে মাঠের বাইরে রয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা থাকলেও তা আরও দীর্ঘায়িত হচ্ছে।

কারণ চোট সেরে না উঠায় লন্ডন যেতে হচ্ছে সাইফকে। রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় লন্ডনের বিমান ধরবেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ নিজেই।

অবশ্য সাইফের লন্ডন যাওয়ার কথা ছিল গেল মাসেই। কিন্তু করোনা পজিটিভ আসায় সেই সুযোগ হয়নি তার। ফলে সপ্তাহখানেক পর যেতে হচ্ছে তাকে। 

ক্রিকফ্রেঞ্জিকে সাইফউদ্দিন বলেন, 'হাসান মাহমুদের সঙ্গে আমার ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোভিড পজিটিভ আসে। তবে আমি এখন কোভিড নেগেটিভ।'

'এই কারণে কয়েকদিন পিছিয়ে আজ রাতে আমি ইংল্যান্ড যাচ্ছি। কালকে দুপুর দুইটা বা আড়াইটা নাগাদ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তার সঙ্গে আমার ইনজুরি এবং ব্যথা নিয়ে আলোচনা করবো।'

এদিকে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডান হাতি এই পেসার দেশে ফেরেন। লম্বা সময় ধরে পিঠের চোটে ভোগা হাসান এখন সম্পূর্ণ সুস্থ। 

সাইফউদ্দিনের সঙ্গে কেউ না গেলেও ইংল্যান্ডে অবস্থান করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। হাসানের  চিকিৎসার জন্য সঙ্গে গিয়েছিলেন তিনি। আজ সকালে হাসান ফিরে এলেও সাইফউদ্দিনের জন্য থেকে গেছেন ডাক্তার দেবাশিষ।

২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পিঠের চোটে পড়েন হাসান। এরপর বেশ কিছুদিন বিশ্রামেও ছিলেন। এরপর জাতীয় দলের ফিজিওর অধীনে শুরু হয় তার পুনর্বাসন। এর অংশ হিসেবে বোলিংও শুরু করেন তিনি।

তবে বোলিং শুরু করার পর ফল ভালো মেলেনি। পুরনো ব্যথা আবারও মাথা চাড়া দেয়। সব মিলিয়ে সব মিলিয়ে প্রায় এগার মাস সময় ধরে মাঠের বাইরে ছিলেন হাসান।