ব্যাটিং কোচ

বাংলাদেশে ফেরার পরদিনই মিরপুরে সিডন্স

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:29 বৃহস্পতিবার, 03 ফেব্রুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার এক দশক পর বাংলাদেশে ফিরেছেন জেমি সিডন্স। ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে গতকাল বিকেল ৪টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন তিনি। আর বাংলাদেশে পা রাখার পরের দিনই চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখতে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন সিডন্স।

বৃহস্পতিবার খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার খানিক পর প্রেসিডেন্ট বক্সে হাঁটাহাঁটি করতে দেখা যায় সিডন্সকে। যতদুর জানা গিয়েছে, এখানে বসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দেখবেন তিনি।

বাংলাদেশে আসার আগেই এক ভিডিও বার্তায় সিডন্স জানিয়েছিলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই কাজ শুরু করবেন তিনি। এর আগে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও এবার নতুন ভূমিকায় বাংলাদেশে এসেছেন সিডন্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দায়িত্ব দিয়েছে ব্যাটিং পরামর্শকের। তবে জাতীয় দল নাকি অন্য কোন জায়গায় তিনি কাজ করবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন সিডন্স।

সেক্ষেত্রে বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে দায়িত্ব দেয়া হতে হাই পারফরম্যান্স ইউনিটে (এইচপি)। ২০০৭ সালে বিশ্বকাপের পর অক্টোবর মাসে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন সিডন্স।

আইসিএলসহ অনেক অধ্যায়ের সাক্ষী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দল হয়ে ওঠা, সাকিব-তামিম-মুশফিকদের ধারাবাহিক পারফর্মার হওয়ার শুরুটাও তার অধীনে।

তখন ডেভ হোয়াটমোরের হাত থেকে ছন্দে থাকা একটা দলকেই হাতে পেয়েছিলেন সিডন্স। তার অধীনে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপেও খেলে বাংলাদেশ। তবে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। প্রায় ১১ বছর পর আবারও বাংলাদেশে ফিরলেন তিনি।