বিপিএল

পুরোনো চোটে তাসকিন, পরবর্তী ম্যাচ নিয়ে শঙ্কা

হাসিব সিয়াম

হাসিব সিয়াম
প্রকাশের তারিখ: 15:57 মঙ্গলবার, 01 ফেব্রুয়ারি, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হতে না হতেই পুরানো চোটে পড়েছেন তাসকিন আহমেদ। জানা গেছে, পিঠের পুরানো চোট আবারও মাথাচাড়া দিয়েছে তার। এ কারণে বিপিএলে সিলেট সানরাইজার্সের পরবর্তী ম্যাচে নাও খেলতে পারেন তাসকিন।

২৯ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষবার মাঠে নামে সিলেট সানরাইজার্স। চট্টগ্রাম পর্বে দলটির আর খেলা না থাকায় পরদিনই ঢাকায় আসে তারা। আগামী ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।

নিজেদের ঝালিয়ে নিতে মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে সিলেট। তবে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিলেটের অনুশীলনে পুরো দল নিজেদের ঝালাই করে নিলেও এদিন বোলিং বা ফিল্ডিং- কোনো অনুশীলন করেননি তাসকিন।

প্রথম দিকে কোমরে হাত দিয়ে মাঠে ঘুরতে দেখা গেছে তাকে। এরপর সিলেটের ব্যাটাররা যখন ব্যাটিং অনুশীলন করে, তখন মাঠে শুয়ে ফিজিওর সাহায্যে থেরাপি নিচ্ছিলেন তাসকিন। এরপর জানা  যায় পুরোনো চোট ভোগাচ্ছে তাকে।

এ প্রসঙ্গে সিলেটের মিডিয়া ম্যানেজার ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'তার পুরানো চোট মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে সে বোলিং বা ফিল্ডিং কোনো কিছুই করেনি। কালকের দিনটা আমরা দেখব । এরপর সিদ্ধান্ত নেব পরের ম্যাচে সে খেলবে কিনা।'

যদিও অনুশীলন পর্ব শেষে গণমাধ্যমে পরবর্তী ম্যাচে খেলার আশা প্রকাশ করেন তাসকিন, 'আজকে অনুশীলন করতে নেমে পেছনে ব্যথা হচ্ছিল, তাই ফিজিও অনুশীলন করতে মানা করেছিলেন। অনেক গুরুতর কিছু না। কিন্তু ব্যথা একটু বেশি। আমাদের খেলা যেহেতু দুদিন পর, তাই ফিজিও বিশ্রাম নিতে বলে। আমি আশাবাদী যে পরবর্তী ম্যাচে খেলব।'

বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে সিলেট। সবকটি ম্যাচেই খেলেছেন তাসকিন। বল হাতে দখল করেছেন পাঁচটি উইকেট। এরমধ্যে তিনটি ম্যাচেই হেরেছে দলটি। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট।