বিপিএল

মাঝ পথে চলে গেলেন নিক্সন, চট্টগ্রামের প্রধান কোচ টেইট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:41 শনিবার, 29 জানুয়ারি, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝ পথে ইংল্যান্ডে ফিরলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন। ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের দায়িত্ব পালন করতেই বিপিএল ছেড়েছেন তিনি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নম্বরের চিফ অপারেটিং ইয়াসির আলম। 

এদিকে চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে শন টেইট। যিনি টুর্নামেন্ট শুরুর আগে দলটির বোলিং কোচ হিসেবে এসেছিলেন। তবে চলে গেলেও অনলাইনে যুক্ত থাকবেন নিক্সন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, সে চলে গেছে। সেটা (লেস্টারশায়ার) তো তার পূর্ণকালীন চাকরি। তার সঙ্গে পুরো আসরের চুক্তিই ছিল। প্রথম দিকে সে আসতে পারতো না। তবে তাকে আমরা এনেছিলাম। সে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকছে। টেইট প্রধান কোচের দায়িত্ব পালন করবে।’

বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়কত্বে বদল এনেছে চট্টগ্রাম। এই ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নাইম ইসলামকে দায়িত্ব দিয়েছে তারা।

মিরাজের অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও দুটি হার রয়েছে চট্টগ্রামের। মিরাজের সেরা পারফরম্যান্স বের করে আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইয়াসির। সেই সঙ্গে নিক্সনের চাওয়াতেই এমন সিদ্ধান্ত হয়ে বলেও নিশ্চিত করেছেন তিনি। 

ইয়াসির বলেন, ‘মিরাজের পারফরম্যান্সের সেরাটা বের করে আনতে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। যাওয়ার আগে কোচ কিছু বিষয় বুঝিয়ে দিয়ে গেছে। মিরাজের জায়গায় নাইম অধিনায়ক।’