ভারতীয় ক্রিকেট

‘তিনটা রিভিউ থাকলে শচীন এক লাখ রান করতো’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 শনিবার, 29 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট হয়ে উঠেছে ব্যাটারদের খেলা। আধুনিক ক্রিকেটে ব্যাটাররা সর্বোচ্চ ‍সুবিধা পেয়ে থাকেন। ফিল্ডিংয়ের নিয়ম-কানুন, মাঠের আকার, রিভিউ সিস্টেম প্রভৃতি সবই ব্যাটারদের পক্ষে কাজ করে। তাতে বিরাট কোহলি কিংবা বাবর আজমদের জন্য রান করাটাও সহজ হয়ে গেছে। অতীত আর বর্তমান সময়ের মাঝে ব্যাটারদের ও বোলারদের সুবিধার ক্ষেত্রে বিস্তর ফারাক।

শচীন টেন্ডুলকার-শোয়েব আখতাররা যে সময় মাঠ মাতাতেন তখন বোলাররা বাড়তি সুবিধা পেতেন। তারপরও শচীন ক্যারিয়ারে ১০০ সেঞ্চুরি করেছেন এবং সব সংস্করণ মিলিয়ে করেন ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন। সেই সময় তিনটি রিভিউ থাকলে শচীন এক লাখ রান করতেন বলে মনে করেন শোয়েব।

এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, ‘এখন দুবার নতুন বল নেওয়ার সুযোগ আছে। (বোলারদের জন্য) নিয়ম আরও কঠিন বানিয়ে ফেলা হয়েছে। এখন ব্যাটসম্যানদের প্রতি অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। তিনবার রিভিউ নেওয়ার সুযোগ দিচ্ছেন আপনারা। আমাদের সময় তিন রিভিউয়ের নিয়ম থাকলে শচীন এক লাখ রান করতেন।’

বর্তমান সময়ে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ না হলেও পূর্ববর্তী সময়ে প্রায়শই সিরিজ খেলতে দেখা যেতো। পাকিস্তানের সঙ্গে নিয়মিত সিরিজ হওয়ায় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েবদের মোকাবেলা করতে হতো।

এ ছাড়া ব্রেট লি-শেন ওয়ার্নের মতো সেরা বোলারদেরও সামলাতে হতো। এজন্য শচীনের জন্য শোয়েবের মায়া হয় বলে জানিয়েছেন তিনি। দুই দেশের দ্বৈরথ থাকলেও শচীনকে কঠিন একজন ব্যাটার হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

শোয়েব বলেন, ‘শচীনের জন্য মায়াই হয় আমার। কারণ, ক্যারিয়ারের শুরুতে তিনি ওয়াসিম, ওয়াকার, ওয়ার্নদের মতো বোলারদের বিপক্ষে খেলেছেন। এরপর শোয়েব আখতার, ব্রেট লি এলো। পরবর্তী প্রজন্মের পেস তারকাদের মুখোমুখিও হয়েছেন তিনি। যে কারণে আমি তাকে অত্যন্ত কঠিন একজন ব্যাটসম্যান বলি।’