ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ দলে কোন্দল নেই, বোর্ডের বিবৃতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:26 শনিবার, 29 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন পরই ভারত সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। যদিও এই সিরিজের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ দলের অন্তকোন্দল সংবাদের শিরোনাম হয়েছে।

যদিও এই গুঞ্জন অস্বীকার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে দলের ক্রিকেটারা ঝামেলায় জড়িয়েছেন। একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে শোনা গেছে অধিনায়ক পোলার্ডের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ক্যারিবীয় দলের বাকি ক্রিকেটাররা। যদিও এই অডিওটিকে গুজব আখ্যা দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তাদের দাবি ক্রিকেটারদের মধ্যে কোনো ঝামেলা নেই।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলেছে, 'বেশ কিছু মহল থেকে দাবি করা হয়েছে ক্রিকেটারদের মধ্যে নাকি ঝামেলা হয়েছে। কিন্তু ঘটনা সত্যি নয়। পোলার্ডের প্রতি ঘৃণ্য আক্রমণ এবং জনপ্রিয়তা নষ্ট করার প্রচেষ্টামাত্র । যারা এ কাজ করেছে তারা দলের,দেশের ভালো চায় না।'

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হারের পর পোলার্ড প্রকাশ্যেই দলের ব্যাটারদের সমালোচনা করেছিলেন। সেই সমালোচনার কারণেই এই কোন্দল কিনা সেটা জানা যায়নি।

আইরিশদের বিপক্ষে সিরিজ শেষে পোলার্ড বলেছিলেন, 'এটা কোনও গোপন কথা নয়। যে পদ্ধতিতে আমরা খেলেছি তা অত্যন্ত হতাশাজনক। গোটা সিরিজ জুড়ে আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে আমি খুব হতাশ। এটাই প্রধান কারণ যার জন্য আমাদের হারতে হয়েছে।'