আইপিএল

শাহরুখের মাঝে ইউসুফের ছায়া খুঁজে পান হার্শা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:45 শনিবার, 29 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের উদীয়মান ব্যাটার শাহরুখ খানের মাঝে দেশটির সাবেক হার্ডহিটার ব্যাটার ইউসুফ পাঠানের ছায়া দেখতে পান হার্শা ভোগলে। জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ ভালো দামে দল পাবেন শাহরুখ।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এবারের মেগা নিলামে শাহরুখ খানকে দলে ভেড়াতে মুখিয়ে থাকবে দলগুলো, এমনটাই বিশ্বাস ভোগলের।

আইপিএলে এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন শাহরুখ। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার পাঞ্জাবের হয়ে প্রতিভার ঝলক দেখালেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে কিছুদিন আগে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ মাতিয়েছেন তিনি।

ভারতের সাবেক বিধ্বংসী ব্যাটার ইউসুফের সঙ্গে শাহরুখকে তুলনা করে হার্শা বলেন, 'আমি আশা করব, সে এই বছর দারুণ খেলবে। তার অবশ্যই সেই প্রতিভা আছে। উইকেটে চাপের মধ্যেও সে ভালো খেলে।'

'ইউসুফ পাঠানের সঙ্গে তার কিছুটা মিল আছে। ইউসুফ পাঠান যখন তার সেরা সময়ে ছিল, সেই সময়ে যখন সে ব্যাটিং করতে আসতো, তার উপস্থিতি উইকেটে বোঝা যেত। শাহরুখ খানের মধ্যেও তেমনটা আমি খুঁজে পাই।'

শাহরুখ ছাড়াও এবারের আইপিএল নিলামে আলোড়ন তুলবেন ইশান কিশান, এমনটাও প্রত্যাশা হার্শার। আইপিএলে ইতোপূর্বে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ইশান। যদিও মুম্বাই তাকে রিটেইন করেনি।

হার্শা বলেন, 'ইশান কিশান নিলামে আলোচিত হবে, কেননা সে একজন ভারতীয়, বাঁহাতি ব্যাটার এবং উইকেটরক্ষক। বাঁহাতি টপ অর্ডার উইকেটরক্ষক ব্যাটার.. আপনি অবশ্যই এমন কাউকে আপনার দলে চাইবে।'