বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ভয়ডরহীন ক্রিকেটেই ভারত বধ করতে চান রাকিবুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:24 শনিবার, 29 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারের যুব বিশ্বকাপে সেই ভারতের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে বাংলাদেশ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক রাকিবুল হাসান। ভয়ডরহীন ক্রিকেটে ভারতকে নাস্তানাবুদ করতে চান তিনি।

নিকট অতীতেই ভারতের কাছে হারে বাংলাদেশ। যুব এশিয়া কাপ ছাড়াও, ভারতের মাটিতে তাদের 'এ' এবং 'বি' দলের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ। গত যুব বিশ্বকাপে যাদের হারিয়ে শিরোপা জেতা হয়েছিল, সেই ভারত সম্পর্কে এবার তাই একটু বেশিই জানে বাংলাদেশ।

এছাড়াও কানাডা ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ এবার প্রস্তুতিও সেরে নিয়েছে দারুণভাবে। শনিবার (২৯ জানুয়ারি) নর্থ সাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাত টায় অনুষ্ঠেয় ম্যাচটির আগে তাই রাকিবুলের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের জয়গান।

ভিডিও বার্তায় বাংলাদেশের অধিনায়ক বলেন, 'কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আমরা ৫-৬ দিনের বিরতি পেয়েছি। এই বিরতিতে আমরা ভালোমতোই অনুশীলন করেছি এখানে আসার পর। একদিন ম্যাচের মতো পরিস্থিতি করেও খেলেছি। মানসিকভাবে আমরা ভালো অবস্থায় আছি। নিজেদের স্কিল নিয়ে আমরা আত্মবিশ্বাসী আছি।'

'ভারতের সঙ্গে আমাদের আগে কিছু ম্যাচ খেলা আছে। তাই ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা আছে। আমরা নিজেদের পরিকল্পনা মেলে ধরতে পারলে ও ভুল কম করলে ভালো করতে পারব।'

এদিকে করোনার থাবায় যুব বিশ্বকাপ শুরু করা ভারতও আছে দুর্দান্ত ফর্মে। আসর শুরুর আগে ভারতের ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হন। এরপরও তারা বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড এবং উগান্ডাকে। যদিও ইতিবাচক ও ভয়ডরহীন ক্রিকেট খেলে ফলাফল আদায় করে নিতে চায় বাংলাদেশ।

'গত দুটি ম্যাচে আমরা ভালো বোলিং করেছি। ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররা ভালো করেছে। চেষ্টা করব নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করার এবং ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব, যাতে ভালো ফল নিয়ে বের হতে পারি।', আরও বলেছেন রাকিবুল।