Connect with us

বিপিএল

ভারতের স্কোয়াডে রুতুরাজ-কুলদিপদের দেখে খুশি যুবরাজ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই দুটি সিরিজের দলে কুলদীপ যাদব, রুতুরাজ গায়কোয়াড়দের দেখে খুশি যুবরাজ সিং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার শিকার হয়েছে ভারতকে। এই সিরিজে বেশ প্রশ্নবিদ্ধ ছিল ভারতের স্পিন আক্রমণ। জয়ন্ত যাদব, অশ্বিন ও যুবেন্দ্র চাহাল মিলে পুরো সিরিজে ৫৯ ওভার করে শিকার করতে পেরেছেন কেবল তিন উইকেট!

এমন পারফরম্যান্সের পর পাদ পড়েছেন জয়ন্ত ও অশ্বিন। আর তাতে ২০২১ সালের জুলাইয়ের পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ হয়েছে কুলদীপের। আর কোভিড থেকে সেরে ওঠায় এই সিরিজে দলে ফিরেছেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর।

ভারতের এই স্কোয়াড ঘোষণার পর যুবরাজ টুইটারে লিখেছেন, 'কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং রুতুরাজ গায়কোয়াড়কে স্কোয়াডে দেখে ভালো লাগছে। এটা তাদের প্রাপ্য।'

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে।

ভারতের ওয়ানডে স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রুতুরাজ গাইকোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, রিশাভ পান্ত, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আভেশ খান।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণই, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও হার্শাল প্যাটেল।

সর্বশেষ

২২ মে, রবিবার, ২০২২

ঢাকা টেস্টে কতজন পেসার খেলবেন, ধোয়াশা রাখলেন মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

২২ মে, রবিবার, ২০২২

সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্বে সালমান বাট

২২ মে, রবিবার, ২০২২

মোসাদ্দেক খেললে ওর ভূমিকা ভিন্ন হবে: মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

তবুও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

২২ মে, রবিবার, ২০২২

এখনই নিজের শেষ দেখছেন না রোহিত

২১ মে, শনিবার, ২০২২

কাউন্টিতে স্বপ্ন সত্যি হয়েছে হাসানের

২১ মে, শনিবার, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

২১ মে, শনিবার, ২০২২

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

২১ মে, শনিবার, ২০২২

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

আর্কাইভ

বিজ্ঞাপন