বিপিএল

করোনায় আক্রান্ত ঢাকার উদানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:31 শুক্রবার, 28 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মিনিস্টার ঢাকার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন ইসুরু উদানা। টুর্নামেন্টের মাঝ পথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লঙ্কান এই বাঁহাতি পেসার।

বৃহস্পতিবার নিয়মিত করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। এর ফলে শুক্রবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলতে পারছেন না মিনিস্টার ঢাকার এই পেসার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে উদানাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। টুর্নামেন্টের মেডিক্যাল দল তার পর্যবেক্ষণ করছে। 

বিপিএলের এবারের আসরে ৩-৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। বিপিএলের কঠিন বায়ো বাবলের মধ্যে করোনার হানা নতুন নয়।

এর আগে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করা রাকিবুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। আর টুর্নামেন্ট শুরুর আগে খুলনা টাইগার্সের অলরাউন্ডার সৌম্য সরকারও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

আর টুর্নামেন্টের শুরুতে ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান করোনায় আক্রান্ত হন। যদিও করোনা মুক্ত হয়ে তিনি আবারও খেলেছেন।