বিপিএল

রানে ফিরে খুশি মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:43 শুক্রবার, 28 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে মূলত আন্দ্রে ফ্লেচারের ঝড়ো ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে খুলনা।

ক্যারিবীয় ওপেনার ফ্লেচার এদিন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে মুশফিকুর রহিম ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।

এই ম্যাচ জয়ের পর মুশফিক জানিয়েছেন, টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট যেখানে কোনো ব্যাটার বা বোলার একা জেতাতে পারেন না। সেখানে দলীয় নৈপুণ্য লাগে। তারা দলীয় পারফরম্যান্সেই ম্যাচ জিতেছেন।

মুশফিক  বলেন, 'বোলাররা নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লেইন লেন্থ মেনে বল করেছে এবং আমাদের ফিল্ডিংও দারুণ ছিল। বিশেষ করে ফ্লেচার অসাধারণ খেলেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ব্যাটার অথবা বোলার একা ম্যাচ খেতাতে পারে না। এটা দলীয় নৈপুণ্য ছিল।'

শনিবার সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা। মুশফিক আশাবাদী সেই ম্যাচেও তার দল এভাবেই খেলবে। ব্যক্তিগতভাবে নিজেও রানে ফিরে দারুণ আনন্দিত মুশফিক।

তিনি বলেন, 'আশা করি আগামী কালও আমরা এভাবে পারফরম্যান্স করতে পারবো। শেষ কয়েকটি ম্যাচে আমি মিডল অর্ডারে নেমে বেশিক্ষণ খেলতে পারিনি। এটা দারুণ অনুভূতি (রানে ফেরা)। সামনে আরও অনেক ম্যাচ রয়েছে।'