ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

চাপ কমানোর নামে বিশ্রামের বিরোধী ব্রেট লি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:08 শুক্রবার, 28 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ অনেকদিন ধরেই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নিয়মিত বিশ্রাম দিচ্ছে ইংল্যান্ড ও ভারত। যদিও এই ব্যাপারটি একেবারেই পছন্দ করছেন না সাবেক অজি পেসার ব্রেট লি।

বিশেষ করে পেসারদের প্রতিটি ম্যাচেই খেলা উচিত বলে মনে করেন তিনি। দিনরাত তাদের পরিশ্রমের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের অন্যতম এই পেস আইকন।

বর্তমানে লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলতে ওমানে রয়েছেন লি। সেখানে ওয়ার্ল্ড জায়ান্টের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সেখানেই এক আলাপচারিতায় এমন মন্তব্য করেছেন সাবেক অজি পেসার।

এ প্রসঙ্গে লি বলেন, 'আমি এই বিশ্রাম দেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে বিরোধী। আমি বোলারদের প্রতিটা ম্যাচ খেলাই পছন্দ করি। যদি সে কোন চোট সমস্যায় ভুগছে তাহলে ঠিক আছে। আমি যেটা দেখতে চাই তা হলো পেসাররা কঠোর পরিশ্রম করছে। দিনরাত তারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে এটাই দেখতে চাই।'

ক্রিকেটারদের ক্লান্তির কথা ভেবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে বুমরাহ খেললেও শামি খেলেননি। লি মনে করেন মাঝে মধ্যে যেকোনো ক্রিকেটারকে বিশ্রাম দেয়া যেতেই পারে। তবে এভাবে একের পর এক সিরিজে বিরতি দিয়ে খেলালে পেসাররা ছন্দ হারাতে পারেন বলে বিশ্বাস লির।

তিনি বলেন, 'এমনটা মাঝে মধ্যে হতে পারে। তারা বেশ ভালো ক্রিকেট খেলছিল। যেভাবে তারা অজিদের বিরুদ্ধে তাদের মাটিতে খেলেছে,তারপরে ইংল্যান্ডে তা প্রশংসাযোগ্য। এই মুহূর্তে বিশ্ব পর্যায়ের কার্যত এক নম্বর দল অস্ট্রেলিয়া। টেস্ট দল হিসেবে ভারত অনেক ভালো। তবে নিজেদের দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভালো খেলার ফলে ভারতকে সিরিজ হারতে হয়েছে।'