Connect with us

আইপিএল

আইপিএলের শেষ অংশে অনিশ্চিত বাটলার-বেয়ারস্টোরা


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সব ম্যাচ খেলা হবে না জস বাটলার-জনি বেয়ারস্টোদের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় আইপিএলের শেষাংশ না খেলেই দেশে ফিরতে হবে ইংল্যান্ডের টেস্ট দলে থাকা ক্রিকেটারদের। 

আইপিএলের সূচি চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আসর। যা চলবে মে মাসের শেষ অবদি। এদিকে ২ জুন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সদ্য সমাপ্ত অ্যাশেজ বিপর্যয়ের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন টেস্টের উন্নতি করতে ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজানোর কথা জানিয়েছিলেন। গুঞ্জন উঠেছিল ইংলিশ ক্রিকেটারদের আইপিএল খেলাতেও আসতে পারে নিষেধাজ্ঞা। যদিও আপাত দৃষ্টিতে সেটির সম্ভাবনা খুবই ক্ষীণ।

মূলত সিরিজ শুরুর আগে টেস্টের প্রস্তুতির ঘাটতি সারতেই ইংলিশ ক্রিকেটারদের আইপিএল থেকে আগেভাগে আনার পরিকল্পনা করছে ইসিবি। যদিও আইপিএলের টুর্নামেন্ট কমিটিকে ক্রিকেটারদের পর্যাপ্ততা নিয়ে এখনও বিস্তারিত জানায়নি। 

এদিকে আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম দিয়েছেন ইংল্যান্ডের ২২ ক্রিকেটার। যাদের মাঝে বেশ কয়েকজন ইংল্যান্ডের টেস্ট দলের প্রায় নিয়মিত সদস্য। সেই তালিকায় রয়েছেন বেয়ারস্টো, ডেভিড মালান, মার্ক উড, অলি পোপ, ক্রেইগ ওভারটন, স্যাম বিলিংস ও ড্যান লরেন্স। যারা সবাই সর্বশেষ অ্যাশেজ সিরিজের স্কোয়াডে ছিলেন।

তারা বেশিরভাগ ক্রিকেটার দল পেলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিকল্প ভেবে রাখতে হবে। বেয়ারস্টো-মালানদের ভাগ্য মেগা নিলামের ওপর নির্ভর করলেও ইতোমধ্যে বাটলারকে রিটেইন করেছে রাজস্থান রয়্যালস। অ্যাশেজের দলে থাকায় নিউজিল্যান্ড সিরিজের জন্য তিনিও আইপিএলের শেষ অংশ মিস করবেন।

সর্বশেষ

২২ মে, রবিবার, ২০২২

ঢাকা টেস্টে কতজন পেসার খেলবেন, ধোয়াশা রাখলেন মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

২২ মে, রবিবার, ২০২২

সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্বে সালমান বাট

২২ মে, রবিবার, ২০২২

মোসাদ্দেক খেললে ওর ভূমিকা ভিন্ন হবে: মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

তবুও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

২২ মে, রবিবার, ২০২২

এখনই নিজের শেষ দেখছেন না রোহিত

২১ মে, শনিবার, ২০২২

কাউন্টিতে স্বপ্ন সত্যি হয়েছে হাসানের

২১ মে, শনিবার, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

২১ মে, শনিবার, ২০২২

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

২১ মে, শনিবার, ২০২২

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

আর্কাইভ

বিজ্ঞাপন