বিপিএল

চট্টগ্রাম পর্ব থেকে বিপিএলে বিকল্প ‘ডিআরএস’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:17 বৃহস্পতিবার, 27 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি এখন নিয়মিতই ব্যবহার হচ্ছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয় বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এই প্রযুক্তির ব্যবহার দেখা যায় হরহামেশাই। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) রয়েছে এই প্রযুক্তির ব্যবহার।

যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ডিআরএস পদ্ধতি যুক্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক পর বিকল্প ‘ডিআরএস’ পদ্ধতি সংযোজন করলো বিপিএলের গভর্নিং কমিটি। যা বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই কার্যকর হবে। এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা।

ডিআরএস ব্যবহারের ফলে মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বহুলাংশে কমে গেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মনমতো না হলে টিভি আম্পায়ারের মাধ্যমে প্রযুক্তির সহায়তা নিতে পারেন খেলোয়াড়রা। তবে এবারের বিপিএলে এমন সুযোগ না থাকায় বেশ কয়েকটি আউট নিয়ে হয়েছে সমালোচনা। 

ঢাকা পর্বের শেষ দিনে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার দুই ব্যাটার আন্দ্রে রাসেল এবং নাইম শেখের আউট হয়েছে বিতর্ক। বল ব্যাটে লাগলেও আম্পায়ার তাদের দুজনকে আউট দেন। ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারেননি রাসেল ও নাইম। 

এমন ঘটনার পর চট্টগ্রাম পর্ব শুরুর আগে বিকল্প ডিআরএস সংযোজন করেছে টুর্নামেন্ট কমিটি। এই পদ্ধতি মূলত ‘স্লো মোশন’ প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করবে। কট বিহাইন্ডের অস্পষ্টতা দূর করতেই মূলত এটি ব্যবহার করা হয়।

শতভাগ কার্যকর না হলেও তাদের দাবি, বল কোথায় গিয়ে পড়বে কিংবা কোথায় গিয়ে আঘাত করতে পারে সেটার ধারণা পাওয়া যায়। তাতে করে অন্তত লেগ বিফোর উইকেট সিদ্ধান্তের ধোঁয়াশা দূর করবে। বিসিবির এমন সংযোজনে সায় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 

২৬ জানুয়ারি বিপিএলের টেকনিক্যাল কমিটি ছয় দলের অধিনায়ক, কোচ, ম্যানেজার, প্রডাকশন দল এবং দলগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল সভা করেছে। সেখানেই বিকল্প ডিআরএস সংযোজনের সঙ্গে একাত্মা প্রকাশ করেছে তারা।