বিপিএল

বিপিএলে মুজিব, বাংলাদেশের লাভ দেখছেন সোহান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:16 বৃহস্পতিবার, 27 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর আফগানিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। যেখানে মুজিব উর রহমানের স্পিনের সামনে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের।

আফগান সিরিজের আগে বিপিএলে মুজিবের বল খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশের লাভ দেখছেন নুরুল হাসান সোহান। একই দলের হয়ে খেলায় নেটে যত বেশি সম্ভব মুজিবের বোলিং অনুশীলন সারতে চান ফরচুন বরিশালের এই উইকেটকিপার ব্যাটার। 

বিপিএলের এবারের আসরে বরিশালের হয়ে খেলবেন মুজিব। নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশে পা রেখেছেন এই আফগান স্পিনার। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পাবেন তিনি।

দলের সঙ্গে যোগ দেয়ার পরই নেটে তার বলে ব্যাটিং করার সুযোগ পাবেন সোহান। আফগান সিরিজে সেটিই কাজে লাগাতে চান এই উইকেটকিপার ব্যাটার। আফগান সিরিজে বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের জন্যও সহজ হবে বলে মনে করেন তিনি।  

সোহান বলেন, ‘অবশ্যই চাইবো যাতে নেটে বেশি বেশি খেলা যায়। তাহলে আমাদের ব্যাটসম্যান যারা আছে তারা হয়তো এরপরে যে সিরিজে যারা থাকবে তাদের জন্য অনেকটা সহজ হবে, বুঝতে করতে পারলে।’