ভারত

জাদেজাকে মিডল অর্ডারে চান কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 বৃহস্পতিবার, 27 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। দীনেশ কার্তিকের মতে, দলের এমন বাজে পারফরম্যান্সের বড় কারণ মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা। এই উইকেটরক্ষক ব্যাটারের ধারণা এমন সমস্যা সমাধানে, রবীন্দ্র জাদেজাকে ব্যাটিং অর্ডারে প্রমশন দেয়া উচিত।

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই পারফর্ম করে আসছেন জাদেজা। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও বেশ কয়েকবার ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার।

কার্তিক বলেন, 'অবশ্যই, জাদেজা ছয় নম্বরে ব্যাটিং করার জন্য প্রস্তুত। আমি মনে করি, পাঁচ নম্বরে ব্যাটিং করলেও সে অনেক ভালো করবে। সে এখন শুরুর দিকের সেই বেপরোয়া বাচ্ছা নয়, সে তার মস্তষ্ক ব্যবহার করছে। সে এখন ভিন্ন।'

এই উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন, 'সে এমন একজন, যে আপনাকে ব্যাট হাতেও ম্যাচ জেতাতে পারবে। এমনকি সাদা বলের ক্রিকেটে এটা তার ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য।'

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস পায়নি ভারত। বিশেষ করে জাদেজা এবং হার্দিকের মতো পরীক্ষিত অলরাউন্ডারদের অনুপস্থিতিতে দলের ভারসাম্য কমেছে এমনটাই জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

ভারতের প্রধান কোচ বলেন,'সত্যি কথা বলতে ছয়, সাত এবং আট নম্বরে যারা আমাদের স্কোয়াডের ভারসাম্য বজায় রাখে এবং ব্যাটিং-বোলিং দুই জায়গায় বিকল্প তৈরি করে, তারা দলে অনুপস্থিত। আশা করি তারা দলে ফিরলে আমাদের গভীরতা বাড়বে এবং আমরা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারব।'