টি-টোয়েন্টি

তরুণরা এতো ভালো খেলুক যেন আমার টি-টোয়েন্টিতে ফিরতে না হয়: তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:44 বৃহস্পতিবার, 27 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি ও ব্যক্তিগত সমস্যার কারণে লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন না তামিম ইকবাল। আগামী আরও ছয় মাস বাংলাদেশের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণে দেখা যাবে না তাকে। এই ড্যাশিং ওপেনারের বিশ্বাস, এই সময়ে তরুণরা পারফর্ম করবে এবং তার আর দলে ফেরার প্রয়োজন হবে না। 

কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে আর ফিরতে চান না বাঁহাতি এই ওপেনার। যদিও তামিমকে ফেরাতে কয়েক দফা অভিজ্ঞ এই ওপেনারের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বোর্ড কর্তারা।

টি-টোয়েন্টিতে ফেরার কথা না জানালেও ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি নিয়েছেন তামিম। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।

তিনি বলেন, 'আগামী ৬ মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলছি না। আশা করব এই ছয় মাসে তরুণ ক্রিকেটাররা বা যারা আমার পজিশনে খেলবে তারা এমন পারফর্ম করবে যে, আমার আর দরকার পড়বে না।'

তামিম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

ইনজুরি কাটিয়ে কদিন আগেই ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তামিম। সেই দুই ম্যাচে ৯ ও ৩৫ রান করলেও বিপিএলে নিজের পুরোনো রূপ ফিরে পেয়েছেন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৫০ রানের ইনিংস খেলেছিলেন।

এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন ৫২ রানের ইনিংস। যদিও দুই ম্যাচেই তার দল হেরেছে। পরের দুই ম্যাচের একটিতে তার দল মিনিস্টার ঢাকা একটি জয় পেলেও ব্যাট হাতে রান পাননি তামিম।