Connect with us

ভারত- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ভারতের জাতীয় দলে বিষ্ণই, ফিরলেন কুলদিপ, বাদ অশ্বিন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক পৃথক স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই দুটি সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণই। ভারতের ওয়ানডে দলে ফিরেছেন কুলদিপ যাদব, বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার শিকার হয়েছে ভারত। এই সিরিজে বেশ প্রশ্নবিদ্ধ ছিল ভারতের স্পিন আক্রমণ। জয়ন্ত যাদব, অশ্বিন ও যুবেন্দ্র চাহাল মিলে পুরো সিরিজে ৫৯ ওভার করে শিকার করতে পেরেছেন কেবল তিন উইকেট!

এমন পারফরম্যান্সের পর পাদ পড়েছেন জয়ন্ত ও অশ্বিন। আর তাতে ২০২১ সালের জুলাইয়ের পর আবারও জাতীয় দলে ফেরার সুযোগ হয়েছে কুলদিপের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা বিষ্ণইকে খুঁজে পেতেও সমস্যা হয়নি ভারতের নির্বাচকদের।

জয়ন্ত ও অশ্বিন বাদ পড়লেও আসন্ন সিরিজে দুই সংস্করণেই থাকছেন আরেক স্পিনার চাহাল। এদিকে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে দলে না থাকা রোহিত শর্মাও এই সিরিজে ফিরেছেন। লোকেশ রাহুলের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেবেন তিনি।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে।

ভারতের ওয়ানডে স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, রুতুরাজ গাইকোয়াড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, রিশাভ পান্ত, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও আভেশ খান।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণই, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান ও হার্শাল প্যাটেল।

সর্বশেষ

১৮ মে, বুধবার, ২০২২

সেঞ্চুরি করলে ব্র্যাডম্যান, খারাপ খেললে মনে হয় গর্তে ঢুকে যাই: মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

৫ হাজার না ১০ হাজার রান করবি, জয়কে মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ কার্তিক

১৮ মে, বুধবার, ২০২২

এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না মুশফিক

১৮ মে, বুধবার, ২০২২

ইংল্যান্ডের সাদা বলের কোচ হলেন ম্যাথু মট

১৮ মে, বুধবার, ২০২২

দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজে ভারতের কোচ হচ্ছেন লক্ষ্মণ

১৮ মে, বুধবার, ২০২২

কথা রাখলেন স্টোকস, ফিরলেন ব্রড-অ্যান্ডারসন

১৮ মে, বুধবার, ২০২২

আইপিএল ছাড়লেন উইলিয়ামসন

১৮ মে, বুধবার, ২০২২

পাঁচ হাজারের এলিট ক্লাবে মুশফিক

আর্কাইভ

বিজ্ঞাপন