পিএসএল

১৪ চ্যানেলে সারাবিশ্বে দেখা যাবে পিএসএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুর আগে একের পর এক চমক দিতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট শুরুর আগে সম্প্রচারকারী টিভি চ্যানেলের নাম প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১৪টি চ্যানেলে সারাবিশ্বে দেখা যাবে এবারের পিএসএল।

পাকিস্তানে দেখা যাবে এ স্পোর্টস এইচডি, পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস, দারাজ, ট্যাপম্যাড এবং ক্রিকউইকে। পাকিস্তানের টুর্নামেন্ট হলেও ভারতের দর্শকরাও দেখার সুযোগ পাচ্ছেন। ভারতের পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ায় সম্প্রচার করবে সনি সিক্স।

উত্তর আমেরিকার দর্শকরা খেলা দেখার সুযাগ পাবেন উইলোর মাধ্যমে। ক্যারিবিয়ান অঞ্চলে ফ্লো স্পোর্টস, যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, আফ্রিকার সাহারা অঞ্চলে সুপার স্পোর্ট, নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস এবং অস্ট্রেলিয়াতে দেখা যাবে ফক্স স্পোর্টসের মাধ্যমে।

বাংলাদেশের দর্শকরা পিএসএল দেখার সুযোগ পাবেন সনি সিক্স এবং টি স্পোর্টসের মাধ্যমে। বিশ্বের বেশিরভাগ দেশের জন্য পিএসএল দেখার সুযোগ করে দিচ্ছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাবে পিএসএলের সপ্তম আসর।

এদিকে পিএসএল আগের আসরগুলোতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। এবারও পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজকরা জনিয়েছে, এবার পিএসএল সম্প্রচারের জন্য মাঠে থাকবে ৩০টি হাই-ডেফিনেশন ক্যামেরা। 

সেই সঙ্গে থাকবে বাগি ক্যাম ও ড্রোন ক্যামেরা। মূলত টিভির দর্শকদের আরও স্বাচ্ছন্দ্য দিতে এইসব প্রযুক্তি যুক্ত করেছে পিসিবি। এবারের পিএসএলে স্পাইডার ক্যামের মাধ্যমে ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যকার কথোপকথন দেখানো হবে খুব কাছ থেকে।

আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াচ্ছে পিএসএলের সপ্তম আসর। করোনা পরিস্থিতির মধ্যে পিএসএলের এবারের আসর ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।