টেস্ট ক্রিকেট

অশ্বিন-লায়নরা ১ হাজার উইকেট নেবেন, ভবিষ্যদ্বাণী ওয়ার্নের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:49 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটে দাপট দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন এবং নাথান লায়ন। বর্তমানে খেলছেন এমন স্পিনারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট এই দুই বোলারের। ভবিষ্যতে মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড ভেঙে অশ্বিন ও লায়ন ১ হাজার করে উইকেটে নেবে বলে মনে করেন শেন ওয়ার্ন। 

বয়স বাড়লেও এখনও টেস্টের পারফরম্যান্সে ভাটা পড়েনি অশ্বিনের। সর্বশেষ বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন এই অফ স্পিনার। পুরো বছরে ৯ টেস্ট খেলে ৫৪ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সালে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারদের মাঝে সবার ওপরে অভিজ্ঞ এই স্পিনার। 

এখন পর্যন্ত ৮৪ টেস্টে ৪৩০ উইকেট নিয়েছেন অশ্বিন। এদিকে ভারতের স্পিনারের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলছেন লায়ন। কদিন আগেই ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪১৫। 

টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় সবার উপরে মুরালিধরন। শ্রীলঙ্কার সাবেক এই স্পিনার নিয়েছেন ৮০০ উইকেট। এদিকে ৭০৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন ওয়ার্ন। নিজেকে তো ছাড়াবেনই সঙ্গে মুরালিধরনকেও অশ্বিন ও লায়নরা ছাড়িয়ে যাবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার। 

এ প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ‘আমি আশাকরি অশ্বিন এবং লায়ন উভয়ই এটা (মুরালিধরনকে ছাড়িয়ে যাবে) করতে পারবে। আমরা যত মানসম্পন্ন স্পিনারদের বোলিং করতে দেখি তাতে ক্রিকেট আরও আকর্ষণীয় করে তোলে। আমি মনে করি আপনি যখন এক পেস বোলারকে দেখবেন অনেক গতিতে বল করছে এবং ব্যাটাররা তার ওপর চড়াও হবে। যখন আপনি একজন ভালো স্পিনার দেখবেন এবং তাদের যখন লড়াই চলবে।’

‘আপনি যদি এই দুটো জিনিস টেস্ট ক্রিকেটে দেখেন তাহলে আমার মনে হয় বিষয়টি আরও আকর্ষণীয় হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আশা করি অশ্বিন ১ হাজার উইকেট নেবে। লায়নও ১ হাজার টেস্ট উইকেট নেবে। এটা দারুণ হবে।’