পিএসএল

স্যামির বদলে জালমির প্রধান কোচের দায়িত্বে ফস্টার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:32 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠছে আগামী ২৭ জানুয়ারি। এবারের আসরে পেশোয়ার জালমির সঙ্গে থাকতে পারছেন না প্রধান কোচ ড্যারেন স্যামি।

তার বদলি হিসেবে সাবেক ইংলিশ ক্রিকেটার জেমস ফস্টারকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে থাকতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন স্যামি।

মূলত পারিবারিক কারণে সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ২০১৬ পিএসএল থেকেই এই টুর্নামেন্টের নিয়মিত মুখ স্যামি।

তিনি সেই বছরই জালমির সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ২০১৭ সালে শহীদ আফ্রিদি দল ছাড়ার পর দলটির নেতৃত্বভার পান তিনি। ২০২০ সাল পর্যন্ত জালমির ক্রিকেটার হিসেবে খেলেছেন তিনি।

সেই আসরের মাঝ পথে নেতৃত্ব দেয়া হয় অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজকে।  ২০২০ ও ২০২১ মৌসুমে দলটির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন স্যামি। ২০২০ সিপিএল ফাইনাল দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন স্যামি।

এদিকে, জালমির দায়িত্ব নিতে ইতোমধ্যে করাচিতে পৌঁছেছেন ফস্টার। মঙ্গলবার তিনি পিএসএলের বায়ো বাবলে যোগ দিয়েছেন। দ্রুতই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। এর আগে জালমির সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফস্টার।