নিউজিল্যান্ড- দক্ষিণ আফ্রিকা সিরিজ

কোলপাক ছেড়ে দক্ষিণ আফ্রিকা দলে হার্মার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:40 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৭ সদস্যের এই দলে ফিরেছেন কোলপাক ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইমন হার্মার।

২০১৫ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন হার্মার। এরপর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ইংলিশ কাউন্টি দল এসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এবার এই অফস্পিনারকে পুনরায় দলে ভেড়াল দক্ষিণ আফ্রিকা।

২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া এ ক্রিকেটার প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সাতশ'র বেশি উইকেট আছে ৩২ বছর বয়সী হার্মারের।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা কাগিসো রাবাদাও টেস্ট সিরিজে ফিরছেন। আরেক পেসার অনরিচ নরকিয়া ফিটনেস ইস্যুতে এবারও জায়গা হারিয়েছেন।

দল ঘোষণার সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্রধান ভিক্টর এমপিটসাং বলেন, 'ডিন এলগার এবং তার ডেপুটি টেম্বা বাভুমার অসাধারণ নেতৃত্বে আমাদের টেস্ট দল সফলতা পাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষেও তারা একই ধারা বজায় রাখবে বলে আমরা আত্মবিশ্বাসী।'

দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নিউজিল্যান্ড সফরের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল- ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, সারেল এরয়ে, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, ডুয়ান অলিভিয়ের, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুরম্যান, র‍্যাসি ভ্যান ডার ডাসেন ও কাইল ভেরেনি।