আইসিসি র‌্যাঙ্কিং

সেরা দশে ডাসেন, ডি কক-বাভুমার উন্নতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:34 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে টেস্টের পর ওয়ানডেতেও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ জয়ে ব্যাট হাতে দারুণভাবে অবদান রেখেছেন কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডার ডাসেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডেতে আইসিসির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের। 

বুধবার (২৬ জানুয়ারি) সাপ্তাহিক পারফরম্যান্স হালনাগাদের পর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যেখানে চার ধাপ উন্নতি করে পাঁচে উঠে এসেছেন ডি কক। এদিকে ১০ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করেছেন ব্যাটার ডাসেন।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সময় পার করেছেন ডি কক। ৩ ম্যাচে ৭৬.৩৩ গড়ে ২২৯ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে এক সেঞ্চুরির সঙ্গে রয়েছে একটি হাফ সেঞ্চুরি। সিরিজে সবচেয়ে বেশি রান তোলা ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। 

৭৮৩ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছেন ডি কক। উইকেট কিপার ব্যাটারদের মাঝে সবার ওপরে রয়েছেন তিনি। পুরো সিরিজে দারুণ ব্যাটিং করা ডাসেন এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ২২৮ রান করেছেন। তাতে ১০ ধাপ এগিয়ে ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন ডানহাতি এই ব্যাটার। 

এক সেঞ্চুরিতে ১৫৩ রান নিয়ে তালিকার চারে ছিলেন টেম্বা বাভুমা। ২১ ধাপ এগিয়ে বর্তমানে ৫৯তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন বিরাট কোহলি।

বোলারদের মাঝে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ। ৫ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন এনগিদি। পুরো সিরিজে দারুণ বোলিং করেছেন কেশভ। তিন ম্যাচের দুটিতে কোহলিকে আউট করা বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ৩ উইকেট। তাতে ১৮ ধাপ এগিয়ে ৩৩ এ উঠে এসেছেন কেশভ।